শুক্রবার, ২৮ মে, ২০২১

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে, উদ্যোগী ম্যাকাউট

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে,

উদ্যোগী ম্যাকাউট 


জীবজগৎকে বাঁচাতে গেলে অবিলম্বে সকলকে এক যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।  আরও বেশি সচেতন হতে হবে পরিবেশ রক্ষায়।  তাই আসুন সকলে আগামী জুন শপথ গ্রহণ করি, আগামী বছর গুলিতে পরিবেশ রক্ষাই হোক আমাদের অন্যতম কর্তব্য। আর সেই পথ চলা শুরু হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে। 










সে কারণে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে আগামী জুন সারা দিন ধরে

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
পড়ুয়াদের সঙ্গে অনলাইনে মহা সমারোহে পালিত হোক বিষয় পরিবেশ দিবস। বছরের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার বা Restoration of Ecosystem পালনের মধ্যে দিয়ে পরিবেশ বাঁচাতে ব্রতী হই।      

 স্কুল পড়ুয়াদের সরাসরি যুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। ....

 

স্কুলের প্রধানদের কাছে অনুরোধ আপনারা নিম্নলিখিত পদক্ষেপগুলি করে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন। ...

 

. ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দুটি পৃথক দল তৈরি করতে হবে..

. কোনও একজন শিক্ষক- শিক্ষিকার নেতৃত্বে এই দল গঠন করুন….

. পরিবেশ বিষয়ে সচেতন করতে তাদের সঙ্গে অনলাইনে আলোচনা করুন..

. কী ভাবে পরিবেশ রক্ষা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা যায় তা নিয়ে সকলকে একটি লেখা তৈরী করতে বলুন।  প্রয়োজনে প্রত্যেককে আপনারা সহযোগিতা করুন।

. প্রয়োজনে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরী করতে পারেন।

. যোগাযোগ করুন ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে।

. বিষয় পরিবেশ দিবসের দিনে অনলাইনে সেই সমস্ত পড়ুয়াদের সুযোগ দেওয়া হবে। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতেপারবে।  কম সময়ের মধ্যে পরিবেশ নিয়ে বক্তব্য পেশ করতে পারবে।   

. বিস্তারিত আপনাদের জানানো হবে, যোগাযোগ করুন schoolconnectmakaut19@gmail.com

only whats app 86177 03420

  


বিস্তারিত জানতে দেখুন schoolconnect.makautwb.net

মঙ্গলবার, ২৫ মে, ২০২১

রবীন্দ্র প্রেম, 'তোমাকে চিনবো আমার মতো করে'

 

রবীন্দ্র প্রেম

'তোমাকে চিনবো আমার  মতো করে'



শ্রদ্ধা নিবেদনে : মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট টিম

 

তাঁকে জানতে ইচ্ছে করে আরও বেশি করে....... সারা জীবন ধরে শুধু প্রেম উজাড় করে দিতে মন চায়...

তাঁকে যতই চেনা যায় তবুও তাঁকে চেনার শেষ হয় না....তাই এবারে তাঁকে চিনবো নিজের মত করে.....

আমার প্রাণের ঠাকুরকে ........

 






আমার প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুরকে.......

 সারা বছর ধরে আলোচনা গান আড্ডার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, চিন্তাভাবনার সঙ্গে স্কুল পড়ুয়াদের  আরও ভালভাবে পরিচিতি ঘটাতে উদ্যোগী হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। 

ম্যাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র জানান, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সর্বত্র রয়েছেন। তাই তাঁকে চিনতে হলে , তাঁর মহান আদর্শে নিজেকে দীক্ষিত করতে গেলে শুধুমাত্র ২৫ বৈশাখ তাঁর জন্মদিন পালন করলেই হবে না।  তাঁর সঙ্গে নিজের পরিচিতি ঘটাতে হবে, তাঁর জীবন দর্শন গ্রহণ করতে হবে।

  সে কারণে স্কুল কানেক্ট টিমের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে  রবীন্দ্র প্রেম 

 এখানে স্কুল কানেক্ট টিমের সদস্যদের সঙ্গে থাকবেন স্কুল পড়ুয়ারা..

তারা সারা বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে পড়াশোনা করবে , যে পড়ুয়া যেখান থেকে তথ্য সংগ্ৰহ করবে সেটা সকলের মধ্যে উপস্থাপিত করবে।

 আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান, ছোটগল্প থেকে তার সমস্ত সৃষ্টি নিয়ে আলোচনা হবে। 

সারা বছর প্রতি সপ্তাহে অন্তত একদিন করে অনলাইনে হবে এই আলোচনা। 

এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে। ম্যাকাউটের স্কুল কানেক্ট টিম এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছে।      

যে সমস্ত ইচ্ছুক পড়ুয়ারা এই রবি প্রেম অনুষ্ঠানে অংশ নিতে চায় তারা আগামী ২০ জুনের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে পারে।  স্কুল কানেক্ট টিম থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। 

এই লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করো


https://bit.ly/2RKfYDl

 











বিস্তারিত জানতে দেখুন schoolconnect.makautwb.net





রবিবার, ১৬ মে, ২০২১

মাটি ছাড়া বাড়িতেই ফল ও সবজি চাষ করুন, বিনামূল্যে শিখে নিন পদ্ধতি



 

মাটি ছাড়া বাড়িতেই ফল সবজি চাষ করুন

বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে শিখে নিন তার উপায়

 


বাড়ির ছাদে  বা ব্যালকনিতেবাড়ির উঠানে বা একপাশে নিজের পরিবারের জন্য সবজি ফল নিজেই চাষ করুন। সেটাও আবার মাটি ছাড়া।

এমন ভাবেই সকলকে বিনামূল্যে মাটি ছাড়া সবজি ফল চাষের পদ্ধতি শেখাতে উদ্যোগী হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।

বর্তমানে অতিমারীর সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখাই শ্রেয়।  কিন্তু তা সত্ত্বেও ফল, সবজি কিনতে বাজারে যেতেই হয়।  কিন্তু বাড়িতেই যদি কম খরচ করে ফল সবজি উৎপাদন করা যায় তাহলে সকলেই উপকৃত হবেন। সে কথা মাথায় রেখেই ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় সকলকে এই পদ্ধতি শেখাতে উদ্যোগী হয়েছেন। ম্যাকাউটের আইটি সেলের প্রধান প্রীতিময় সান্যাল এই প্রশিক্ষণ দেবেন। 

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র

আগামী  ২৭ মে, ২০২১ এর মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করুন। আগামী ৩০ মে সন্ধ্যা টা থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। মাত্র চারদিন ক্লাস করেই নিজেদের বাড়িতে পরিবারের প্রয়োজন মত ফল সবজি উৎপাদন করতে পারবেন আপনারাও।   


এই লিংকে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করুন

 

https://bit.ly/2QjM203

  

                        মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট

ধন্যবাদ

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...