বুধবার, ৯ জুন, ২০২১

বিজ্ঞানের দিশারী , James Clerk Maxwell

 

বিজ্ঞানের দিশারী ,

James Clerk Maxwell




বর্তমানকে ভাল ভাবে অতিবাহিত করার মধ্যেই ভবিষ্যতের সাফল্য যেমন লুকিয়ে থাকে তেমনি অতীতের সাফল্য ছাড়াও বর্তমান সুরক্ষিত হতে পারে না। তাই বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি, তার প্রধান কারণ লুকিয়ে রয়েছে অতীতে বহু মানুষের নিরলস প্রচেষ্টায়।  অতীতে  বিজ্ঞানের ক্ষেত্রে যাঁরা অনন্য কীর্তির অধিকারী তাঁদেরই মাত্র  কয়েকজনকে স্মরণ করতে উদ্যোগী হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে ওই সমস্ত বিজ্ঞানীদের জন্মদিন পালনের জন্য শুরু হচ্ছে বিজ্ঞানের দিশারী অনুষ্ঠান। অনলাইনে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেখানে অংশগ্রহণ করবে। তাদের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা।

প্রেজেন্টেশনের মাধ্যমে ওই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরবে পড়ুয়ারা। আলোচনা হবে তাঁদের জীবন এবং নানা কাজ নিয়ে। কর্মের মাধ্যমেই যে জীবনের সার্থকতা সেটা আরও একবার তুলে ধরা হবে।

 এর জন্য স্কুল কর্তৃপক্ষ মেল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। স্কুল কানেক্ট টিম থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। বিস্তারিত ফোনেই জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠান দেখার জন্য এই লিঙ্কে যোগ দিন

https://bit.ly/3zg97Cr

 


আগামী ১৩ জুন বিশিষ্ট বিজ্ঞানী James Clerk Maxwell এর জন্মদিন।  ঐদিন দুপুর টো থেকে অনলাইনে অনুষ্ঠান হবে।  সেখানে থাকবে তিনটি স্কুলের পড়ুয়ারা….

1.    Sudpur High School, Purba Bardhaman

2.    Kalyani University Experimental High School

3.    An Individual Student (Debdutta Khan, Ranaghata Palchowdhury High School )

 





পরবর্তী অনুষ্ঠান ২৩ জুন।  স্কুল পড়ুয়াদের সঙ্গে উদযাপিত হবে  Alan Mathison Turing এর জন্মদিন।

 

 


 

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২২ জুনের মধ্যে মেল পাঠান bigyanmakaut@gmail.com

শনিবার, ৫ জুন, ২০২১

বিজ্ঞানের দিশারী, Francis Harry Compton Crick

 বিজ্ঞানের দিশারী



বর্তমানকে ভাল ভাবে অতিবাহিত করার মধ্যেই ভবিষ্যতের সাফল্য যেমন লুকিয়ে থাকে তেমনি অতীতের সাফল্য ছাড়াও বর্তমান সুরক্ষিত হতে পারে না। তাই বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি, তার প্রধান কারণ লুকিয়ে রয়েছে অতীতে বহু মানুষের নিরলস প্রচেষ্টায়।  অতীতে  বিজ্ঞানের ক্ষেত্রে যাঁরা অনন্য কীর্তির অধিকারী তাঁদেরই মাত্র  কয়েকজনকে স্মরণ করতে উদ্যোগী হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে ওই সমস্ত বিজ্ঞানীদের জন্মদিন পালনের জন্য শুরু হচ্ছে বিজ্ঞানের দিশারী অনুষ্ঠান। অনলাইনে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেখানে অংশগ্রহণ করবে। তাদের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা।

প্রেজেন্টেশনের মাধ্যমে ওই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরবে পড়ুয়ারা। আলোচনা হবে তাঁদের জীবন এবং নানা কাজ নিয়ে।  কর্মের মাধ্যমেই যে জীবনের সার্থকতা সেটা আরও একবার তুলে ধরা হবে। 

 এর জন্য স্কুল কর্তৃপক্ষ মেল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। স্কুল কানেক্ট টিম থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। বিস্তারিত ফোনেই জানিয়ে দেওয়া হবে। 

 

আগামী জুন বিশিষ্ট বিজ্ঞানী Francis Harry Compton Crick এর জন্মদিন।  ঐদিন দুপুর টো থেকে অনলাইনে অনুষ্ঠান হবে।  সেখানে থাকবে তিনটি স্কুলের পড়ুয়ারা….

1. Chandpara Balika Vidyalaya

2. Krishnachandrapur High School

3. ChakParan Kantakhali Belomani Girls' High School (H.S)

অনুষ্ঠান দেখার জন্য বিনামূল্যে এই লিঙ্কে যোগ দিন।

https://bit.ly/3yXTI9W

 এই মহান মানুষ সম্পর্কে আপনার কিছু জানা থাকলে আপনিও 

সরাসরি অনুষ্ঠানে বলতে পারবেন।  

সকলকে  - শংসাপত্র দেওয়া হবে। 



 


     পরবর্তী অনুষ্ঠান ১৩ জুন দুপুর টোয়  স্কুল  পড়ুয়াদের সঙ্গে উদযাপিত হবে James Clerk Maxwell এর জন্মদিন।

 

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১১ জুনের মধ্যে মেল পাঠান bigyanmakaut@gmail.com

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট

বিস্তারিত জানতে দেখুন  schoolconnect.makautwb.net 

শুক্রবার, ২৮ মে, ২০২১

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে, উদ্যোগী ম্যাকাউট

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে,

উদ্যোগী ম্যাকাউট 


জীবজগৎকে বাঁচাতে গেলে অবিলম্বে সকলকে এক যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।  আরও বেশি সচেতন হতে হবে পরিবেশ রক্ষায়।  তাই আসুন সকলে আগামী জুন শপথ গ্রহণ করি, আগামী বছর গুলিতে পরিবেশ রক্ষাই হোক আমাদের অন্যতম কর্তব্য। আর সেই পথ চলা শুরু হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে। 










সে কারণে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে আগামী জুন সারা দিন ধরে

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
পড়ুয়াদের সঙ্গে অনলাইনে মহা সমারোহে পালিত হোক বিষয় পরিবেশ দিবস। বছরের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার বা Restoration of Ecosystem পালনের মধ্যে দিয়ে পরিবেশ বাঁচাতে ব্রতী হই।      

 স্কুল পড়ুয়াদের সরাসরি যুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। ....

 

স্কুলের প্রধানদের কাছে অনুরোধ আপনারা নিম্নলিখিত পদক্ষেপগুলি করে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন। ...

 

. ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দুটি পৃথক দল তৈরি করতে হবে..

. কোনও একজন শিক্ষক- শিক্ষিকার নেতৃত্বে এই দল গঠন করুন….

. পরিবেশ বিষয়ে সচেতন করতে তাদের সঙ্গে অনলাইনে আলোচনা করুন..

. কী ভাবে পরিবেশ রক্ষা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা যায় তা নিয়ে সকলকে একটি লেখা তৈরী করতে বলুন।  প্রয়োজনে প্রত্যেককে আপনারা সহযোগিতা করুন।

. প্রয়োজনে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরী করতে পারেন।

. যোগাযোগ করুন ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে।

. বিষয় পরিবেশ দিবসের দিনে অনলাইনে সেই সমস্ত পড়ুয়াদের সুযোগ দেওয়া হবে। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতেপারবে।  কম সময়ের মধ্যে পরিবেশ নিয়ে বক্তব্য পেশ করতে পারবে।   

. বিস্তারিত আপনাদের জানানো হবে, যোগাযোগ করুন schoolconnectmakaut19@gmail.com

only whats app 86177 03420

  


বিস্তারিত জানতে দেখুন schoolconnect.makautwb.net

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...