মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

'তোমার চোখে দুর্গাপুজো' প্রবন্ধ প্রতিযোগিতা

তোমার চোখে দুর্গাপুজো


প্রবন্ধ প্রতিযোগিতা 




 


 

কেমন দেখলে দুর্গাপুজো ? নানা বিধিনিষেধ পালন করেও কতটা আনন্দ উপভোগ করলে ? এই উৎসবে তোমার চোখে বিশেষ কিছু নজর কেড়েছে ?

সার্বিকভাবে ২০২১ সালের তোমার চোখে কেমন ছিল দুর্গাপুজো ?

৩০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল এবং কলেজ কানেক্ট টিম তোমাদের মধ্যে থাকা লেখনী এবং  দৃষ্টিভঙ্গির প্রতিভার বিকাশ ঘটাতে অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে…….

 

আগামী ৩১ অক্টোবর, ২০২১  রাত ১২টার মধ্যে নিচের লিঙ্কে ক্লিক করে তোমাদের লেখা পাঠিয়ে দাও।

https://bit.ly/3AHY053

 

লেখা পাঠানোর নিয়ম :

. লেখাটি অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে।

. বাংলা অথবা ইংরেজি  হরফে টাইপ করে পিডিএফ ফাইল পাঠাতে পারো

অথবা খাতায় লিখে ছবি তুলে সেটিকে পিডিএফ ফাইল করে পাঠালেও হবে….

. প্রতি পাতায় তোমার নাম, গ্ৰুপের , স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম এবং ফোন নম্বর থাকা বাধ্যতামূলক

. প্রত্যেক পাতায় পৃষ্ঠা নম্বর যেন উল্লেখ থাকে

 

এই লিঙ্ক ছাড়া অন্য্ কোনও ভাবে লেখা পাঠালে সেটা গণ্য হবে না।

 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত কোনও তথ্যের জন্য যোগাযোগ করতে পারো

Whats app no> 8617703420


website: schoolconnect.makautwb.net

 

ধন্যবাদ



 

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

শেয়ার করো বই পড়ার অভিজ্ঞতা



লকডাউনে বাড়িতে বসে পাঠ্যপুস্তক ছাড়া আর কোন  বই পড়লে ?

 

কোনও উপন্যাস ?

         না কি হাড় হিম করা কোনও দস্যুর গল্প ?

                              রোমহর্ষক গোয়েন্দা গল্প পড়েছ ?

 

যে বই পড়ে থাকো, এসো অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করো সকলের সঙ্গে। গোটা বিশ্ব শুনবে তোমার নতুন অভিজ্ঞতার কথা। 

 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের মাননীয় উপাচার্য

অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কানেক্ট টিম শুরু করছে এমনই এক অভিনব

প্রতিযোগিতা।

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়


প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনও পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।   

 



শেয়ার করো  বই পড়ার অভিজ্ঞতা

 


এই লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করো

 

https://bit.ly/3jMoe0K


কী ভাবে হবে সেই প্রতিযোগিতা ?

 

. প্রথমে এই লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম পূরণ করো।  তোমার নাম , স্কুলের নাম, তুমি সম্প্রতি কোন বই পড়েছ এরকম বেশ কয়েকটি  তথ্য চাওয়া হয়েছে সেগুলি লিখে ফর্ম পূরণ করো।

. এর পরে অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা তোমরা জানাবে। নাম নথিভুক্ত হওয়ার পরেই ম্যাকাউটের  স্কুল কানেক্ট টিমের সদস্যেরা  তোমাদের ফোন করে সমস্ত বিষয় জানাবেন।

 

অনলাইনে কী কী অভিজ্ঞতা শেয়ার করতে হবে ?

 . কোন বই পড়েছ ?

. তার লেখকের নাম কী ?

. সংক্ষেপে সেই বইয়ের গল্প শোনাবে। (১০ মিনিট সময় দেওয়া হবে )

. এই বই পড়ে তুমি নতুন কী কী শিখলে ?

. কেমন অভিজ্ঞতা হল ?

. এই বইটিতে বিশেষত্ব কী রয়েছে ?

. তোমার চোখে এই বইয়ের সেরা অংশ কোনটি এবং কেন ?

 

প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম তিনজন সেরা পাবে পুরস্কার। 

 

তবে সমস্ত প্রতিযোগীদেরই ম্যাকাউটের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। 

 

তাই আর দেরি না করে আগামী ২৬ অক্টোবরের , ২০২১ মধ্যে নাম পাঠিয়ে দাও। 

 

 

কেউ কিছু জানতে চাইলে whats app করো 8617703420

 

Website: schoolconnect.makautwb.net

 

 

ধন্যবাদ

বুধবার, ১৬ জুন, ২০২১

CET (2) - 2021 এবং JEMAT (2) - 2021 -এর ফর্ম পূরণ শুরু হল, বাড়িতে বসেই অনলাইনে পরীক্ষা....

 

বাড়িতে বসেই অনলাইনে পরীক্ষা,

CET (2)-2021 এবং JEMAT (2) -2021 -এর  রেজিস্ট্রেশন শুরু



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট


Course in MAKAUT IN-HOUSE ON CAMPUS (Haringhata)

সমস্ত রকমের ছাত্রছাত্রীরা উপরের যে কোনও কোর্সে আবেদন করতে পারে 


স্মার্টফোন,ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনলাইনে প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা ......

চলতি বছরের শিক্ষাবর্ষে স্নাতক  স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ শুরু করল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। CET (1) - 2021 এবং JEMAT (1) - 2021  ইতিমধ্যেই শেষ হয়েছে।  অনেকে ভর্তিও হয়ে গিয়েছেন। যাঁরা কোনও কারণে প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁদের জন্য ম্যাকাউট আবার সুযোগ করে দিয়েছে।  ফের শুরু হয়েছে CET (2) - 2021 এবং JEMAT (2) - 2021 -এর  ফর্ম পূরণ....

 ২৪ অগস্ট  থেকে এই ফর্ম পূরণ শুরু হয়েছে। ফর্ম পূরণের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর , ২০২১ .

  পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হওয়ার সম্ভাবনা .......এই পরীক্ষার মধ্যে দিয়েই ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে বা অনুমোদিত কলেজে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। 

বিস্তারিত জানতে ফোন করুন - 8017669359, 6290622433


কী ভাবে ফর্ম পূরণ করবেন ?

প্রতিটি পর্যায় ভাল ভাবে দেখে নিন

 Step : 1

 www.makautwb.ac.in সার্চ করুন   



Step : 2

যেখানে Admission লেখা রয়েছে সেখানে ক্লিক করুন 



Step : 3 

ক্লিক করার পরে যে পেজ দেখতে পাবেন সেখানে CET -র ক্ষেত্রে CET, 
JEMAT-র ক্ষেত্রে JEMAT ক্লিক করুন 





Step : 4



পোর্টাল দেখতে পাচ্ছেন।  সমস্ত তথ্য ভাল করে দেখে নিন। হরিণঘাটা ক্যাম্পাসে কোন কোর্স পড়ানো হয়, কোন কলেজে কোন কোর্স পড়ানো হয় সমস্ত তথ্য পেয়ে যাবেন INFORMATION BULLETIN সেকশনে . How to Aplly ভাল করে দেখে নিন,  HELP DESK সেকশনে ফোন নম্বর পেয়ে যাবেন 



Step : 5
  
এবার শুরু রেজিস্ট্রেশন। যাঁরা BSc, BBA, BCA, MSc Course - ভর্তি হতে চান তারা বাম দিকে থাকা  Apply online for CET ক্লিক করুন , যারা MBA, MHA course e এ  ভর্তি হতে চান তারা Apply online for JEMAT ক্লিক করুন 




Step : 6

সমস্ত তথ্য ভাল ভাবে পূরণ করুন। ফোন নম্বর এবং মেল আইডি ভাল ভাবে দেখে তারপরেই দেবেন। কারণ এই ফোন নম্বর এবং মেল আইডির মাধ্যমেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।  এখানে কোনও তথ্য ভুল হলে সমস্যায় পড়বেন। 




Step : 7

এর পরে Submit করুন।  দেখবেন আপনার ফোন নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠানো হয়েছে।  সেটি Registration Number and Password হল   

Step : 8

তারপরে আবার আগের পেজে ফিরে যান. ছবিটা দেখুন। বামদিকে ওপরে লেখা রয়েছে Application Log in for CET, Apllication Log in for JEMAT. যিনি যে পরীক্ষা দেবেন সেটি ক্লিক করুন 



Step : 9

ওখানে ক্লিক করলে  Registration Number and Password চাইবে। আপনার ফোনে যেগুলি পাঠানো হয়েছে সেটা ওখানে লিখে  করুন।  এর পরে বিস্তারিত ফর্ম পূরণ শুরু হল।  ভাল ভাবে ফর্ম পূরণ করুন    
মনে রাখবেন Picture and Signature 40-50 KB হতে হবে  . এর বেশি হলে হবে না  




Step : 10

ফর্ম পূরণ ও Registration Fees জমা দেওয়া শেষ হলে money receipt and then Application form Download করে নিন



ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে ভর্তি হতে চাইলে অবশ্যই ফর্ম পূরণের সময়ে 
MAKAUT In-House on campus select করুন ........

বিস্তারিত জানতে ফোন করুন - 8017669359, 6290622433


ম্যাকাউট ইন-হাউসে যে সমস্ত কোর্স পড়ানো হয় তার ফি এবং বিস্তারিত জানতে দেখুন www.makautwb.ac.in










ধন্যবাদ














বুধবার, ৯ জুন, ২০২১

বিজ্ঞানের দিশারী , James Clerk Maxwell

 

বিজ্ঞানের দিশারী ,

James Clerk Maxwell




বর্তমানকে ভাল ভাবে অতিবাহিত করার মধ্যেই ভবিষ্যতের সাফল্য যেমন লুকিয়ে থাকে তেমনি অতীতের সাফল্য ছাড়াও বর্তমান সুরক্ষিত হতে পারে না। তাই বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি, তার প্রধান কারণ লুকিয়ে রয়েছে অতীতে বহু মানুষের নিরলস প্রচেষ্টায়।  অতীতে  বিজ্ঞানের ক্ষেত্রে যাঁরা অনন্য কীর্তির অধিকারী তাঁদেরই মাত্র  কয়েকজনকে স্মরণ করতে উদ্যোগী হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে ওই সমস্ত বিজ্ঞানীদের জন্মদিন পালনের জন্য শুরু হচ্ছে বিজ্ঞানের দিশারী অনুষ্ঠান। অনলাইনে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেখানে অংশগ্রহণ করবে। তাদের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা।

প্রেজেন্টেশনের মাধ্যমে ওই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরবে পড়ুয়ারা। আলোচনা হবে তাঁদের জীবন এবং নানা কাজ নিয়ে। কর্মের মাধ্যমেই যে জীবনের সার্থকতা সেটা আরও একবার তুলে ধরা হবে।

 এর জন্য স্কুল কর্তৃপক্ষ মেল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। স্কুল কানেক্ট টিম থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। বিস্তারিত ফোনেই জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠান দেখার জন্য এই লিঙ্কে যোগ দিন

https://bit.ly/3zg97Cr

 


আগামী ১৩ জুন বিশিষ্ট বিজ্ঞানী James Clerk Maxwell এর জন্মদিন।  ঐদিন দুপুর টো থেকে অনলাইনে অনুষ্ঠান হবে।  সেখানে থাকবে তিনটি স্কুলের পড়ুয়ারা….

1.    Sudpur High School, Purba Bardhaman

2.    Kalyani University Experimental High School

3.    An Individual Student (Debdutta Khan, Ranaghata Palchowdhury High School )

 





পরবর্তী অনুষ্ঠান ২৩ জুন।  স্কুল পড়ুয়াদের সঙ্গে উদযাপিত হবে  Alan Mathison Turing এর জন্মদিন।

 

 


 

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২২ জুনের মধ্যে মেল পাঠান bigyanmakaut@gmail.com

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...