বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

মোবাইলের ব্যবহার হোক শুধু মাত্র প্রয়োজনেই, সচেতনতার প্রসার

 


মোবাইলের ব্যবহার হোক শুধু মাত্র প্রয়োজনেই, সচেতনতার প্রসার 



চলন্ত মোটরবাইকে মোবাইলে ছবি তুলতে গিয়ে অথবা রেল লাইনের ধরে ভিডিও করতে গিয়ে মৃত্যুর ঘটনা প্রায় ঘটে চলেছে।

একইভাবে মোবাইল না চালিয়ে শিশুকে খাওয়ানো যায় না। এটাও ঘটে চলেছে নিরন্তর।















 একসঙ্গে একদল বন্ধু থাকলেও মন, মস্তিস্ক সবটাই থাকে হাতে থাকা মোবাইলে। তাঁদের মানসিক শান্তি বা তৃপ্তির একমাত্র পথ সেই সোশ্যাল মিডিয়া। বন্ধুত্বের মাঝেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ...











মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট

এই ভাবে ক্রমশ গোটা সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। কাজের জন্য বা নিজের এবং সমাজের সার্বিক উন্নতির লক্ষ্যে মোবাইল ফোন অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু যখনই মোবাইল ফোনের প্রতি আসক্তি জন্ম নেয় তখনই ঘটে বিপত্তি। তাই এই সামাজিক ব্যাধি দূর করতে এবারে সক্রিয় হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। স্কুল কানেক্ট এবং কলেজ কানেক্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে সচেতনতার প্রসার চলবে।


ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা , ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সমবেত ভাবে আপাতত অনলাইনেই এর বিরুদ্ধে প্রচার চালাবেন। প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেদের চেনা পরিসরে থাকা মানুষদের মধ্যে থেকে এই আসক্তি দূর করতে যেন সচেষ্ট হয় সে কারণেই উদ্যোগী হয়েছে ম্যাকাউট।

যারা নিজেদের দৃষ্টিভঙ্গি সমাজের সামনে তুলে ধরতে চান এবং এই আন্দোলনে সামিল হতে চান তারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজেদের নাম নথিভুক্ত করুন। ১৫ নভেম্বরের মধ্যে নাম পাঠিয়ে দিন. শিক্ষক-শিক্ষিকা , ছাত্রছাত্রী অভিভাবক সকলেই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন।  স্কুল কানেক্ট  টিমের সদস্যরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।  এই বিষয়ে যে কোনো সাহায্য পাওয়ার জন্য বা কোনও প্রশ্ন থাকলে মেসেজ করতে পারেন ৮৬১৭৭০৩৪২০


https://bit.ly/3Bd5c9m

 

লাইভ অনুষ্ঠানে সকলে শুনবে সেই কথা। একদিন নয়, দিনের পর দিন ধরে এই প্রচারের মাধ্যমে এই সামাজিক ব্যাধি দূর হবে বলেই আশা।      

 



ধন্যবাদ

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ছবির থিম: দুর্গাপুজো ২০২১

ফটোগ্রাফি প্রতিযোগিতা

ছবির থিম: দুর্গাপুজো ২০২১




 



বন্ধু বা পরিবারের সঙ্গে পুজোর মণ্ডপে যাবে আর ছবি তুলবে না , সেটা কি হতে পারে ?

 

এবারে সেই ছবির মধ্যে বাছাই করে একটি সেরা ছবি পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটে। পেয়ে যেতে পারো সেরা ফটোগ্রাফারের পুরস্কার।


 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল এবং কলেজ কানেক্ট টিম অনলাইনে আয়োজন করেছে  ফটোগ্রাফি প্রতিযোগিতা।

পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে

 

আগামী ২৪ অক্টোবর রাত ১২টার মধ্যে নিচের লিঙ্কে ক্লিক করে তোমাদের লেখা পাঠিয়ে দাও।

https://bit.ly/3oYWjxw

 

বিশেষ কিছু নিয়ম :

. ছবির থিম  ২০২১ সালের দুর্গাপুজো। তাই কেউ কোনও পুরোনো ছবি পাঠাবে না।

. ছবির থিম অক্ষুন্ন রেখেও ছবিটির যেন একটি নিজস্ব বিষয় থাকে।  

 

বিস্তারিত কোনও তথ্যের জন্য যোগাযোগ করতে পারো

 

Whats app number  8617703420 




মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট

'তোমার চোখে দুর্গাপুজো' প্রবন্ধ প্রতিযোগিতা

তোমার চোখে দুর্গাপুজো


প্রবন্ধ প্রতিযোগিতা 




 


 

কেমন দেখলে দুর্গাপুজো ? নানা বিধিনিষেধ পালন করেও কতটা আনন্দ উপভোগ করলে ? এই উৎসবে তোমার চোখে বিশেষ কিছু নজর কেড়েছে ?

সার্বিকভাবে ২০২১ সালের তোমার চোখে কেমন ছিল দুর্গাপুজো ?

৩০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল এবং কলেজ কানেক্ট টিম তোমাদের মধ্যে থাকা লেখনী এবং  দৃষ্টিভঙ্গির প্রতিভার বিকাশ ঘটাতে অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে…….

 

আগামী ৩১ অক্টোবর, ২০২১  রাত ১২টার মধ্যে নিচের লিঙ্কে ক্লিক করে তোমাদের লেখা পাঠিয়ে দাও।

https://bit.ly/3AHY053

 

লেখা পাঠানোর নিয়ম :

. লেখাটি অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে।

. বাংলা অথবা ইংরেজি  হরফে টাইপ করে পিডিএফ ফাইল পাঠাতে পারো

অথবা খাতায় লিখে ছবি তুলে সেটিকে পিডিএফ ফাইল করে পাঠালেও হবে….

. প্রতি পাতায় তোমার নাম, গ্ৰুপের , স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম এবং ফোন নম্বর থাকা বাধ্যতামূলক

. প্রত্যেক পাতায় পৃষ্ঠা নম্বর যেন উল্লেখ থাকে

 

এই লিঙ্ক ছাড়া অন্য্ কোনও ভাবে লেখা পাঠালে সেটা গণ্য হবে না।

 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত কোনও তথ্যের জন্য যোগাযোগ করতে পারো

Whats app no> 8617703420


website: schoolconnect.makautwb.net

 

ধন্যবাদ



 

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

শেয়ার করো বই পড়ার অভিজ্ঞতা



লকডাউনে বাড়িতে বসে পাঠ্যপুস্তক ছাড়া আর কোন  বই পড়লে ?

 

কোনও উপন্যাস ?

         না কি হাড় হিম করা কোনও দস্যুর গল্প ?

                              রোমহর্ষক গোয়েন্দা গল্প পড়েছ ?

 

যে বই পড়ে থাকো, এসো অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করো সকলের সঙ্গে। গোটা বিশ্ব শুনবে তোমার নতুন অভিজ্ঞতার কথা। 

 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের মাননীয় উপাচার্য

অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কানেক্ট টিম শুরু করছে এমনই এক অভিনব

প্রতিযোগিতা।

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়


প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনও পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।   

 



শেয়ার করো  বই পড়ার অভিজ্ঞতা

 


এই লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করো

 

https://bit.ly/3jMoe0K


কী ভাবে হবে সেই প্রতিযোগিতা ?

 

. প্রথমে এই লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম পূরণ করো।  তোমার নাম , স্কুলের নাম, তুমি সম্প্রতি কোন বই পড়েছ এরকম বেশ কয়েকটি  তথ্য চাওয়া হয়েছে সেগুলি লিখে ফর্ম পূরণ করো।

. এর পরে অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা তোমরা জানাবে। নাম নথিভুক্ত হওয়ার পরেই ম্যাকাউটের  স্কুল কানেক্ট টিমের সদস্যেরা  তোমাদের ফোন করে সমস্ত বিষয় জানাবেন।

 

অনলাইনে কী কী অভিজ্ঞতা শেয়ার করতে হবে ?

 . কোন বই পড়েছ ?

. তার লেখকের নাম কী ?

. সংক্ষেপে সেই বইয়ের গল্প শোনাবে। (১০ মিনিট সময় দেওয়া হবে )

. এই বই পড়ে তুমি নতুন কী কী শিখলে ?

. কেমন অভিজ্ঞতা হল ?

. এই বইটিতে বিশেষত্ব কী রয়েছে ?

. তোমার চোখে এই বইয়ের সেরা অংশ কোনটি এবং কেন ?

 

প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম তিনজন সেরা পাবে পুরস্কার। 

 

তবে সমস্ত প্রতিযোগীদেরই ম্যাকাউটের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। 

 

তাই আর দেরি না করে আগামী ২৬ অক্টোবরের , ২০২১ মধ্যে নাম পাঠিয়ে দাও। 

 

 

কেউ কিছু জানতে চাইলে whats app করো 8617703420

 

Website: schoolconnect.makautwb.net

 

 

ধন্যবাদ

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...