বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

উচ্চ মাধ্যমিকের টিপস্, ২৭ মার্চ সন্ধ্যা ৮ টা

উচ্চ মাধ্যমিকের টিপস্


 

 রবিবার 

২৭ মার্চ সন্ধ্যা  টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।


রেজিস্ট্রেশন লিঙ্ক 

ক্লিক করো 

https://bit.ly/3wpcFmQ


আবার পুরনো পরীক্ষা ব্যবস্থায় ফিরে আসা।

 

দরজায় কড়া নাড়ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা......

 

অনলাইনে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের টিপস দেবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়  অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য,

সঙ্গে থাকছেন উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম ডিপিআই মাননীয় . পার্থ কর্মকার এবং মাননীয়া মনোবিদ . রাখি রায়।

 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে পরীক্ষার্থীদের জন্য অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।  

স্বাগত ভাষণ দেবেন স্বয়ং উপাচার্য মহাশয়  

 

 

সকলে অবশ্যই যোগ দিও......


 

 

ধন্যবাদ


শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

সাইবার অপরাধের শিকার হওয়া থেকে নিজে বাঁচুন , অপরকে বাঁচান

 

সাইবার অপরাধের শিকার হওয়া থেকে নিজে বাঁচুন , অপরকে বাঁচান






আয়োজক :  আইটি এবং স্কুল কানেক্ট বিভাগ , ম্যাকাউট পশ্চিমবঙ্গ

এই লিংকে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন।

https://bit.ly/3Lk9t1c


সাইবার নির্ভরতা যত বৃদ্ধি পাচ্ছে সঙ্গে বাড়ছে ঝুঁকিও।  কিন্তু তাই বলে থেমে যাওয়া সঠিক পথ নয় , ভাল করে জেনে শুনে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। 

তাই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের পড়ুয়াদের মাধ্যমে স্কুল পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু হচ্ছে। 

আগামী ১৭ ফেব্রুয়ারী, ২০২২ সন্ধ্যা .৩০ মিনিট থেকে অনলাইনে এই সচেতনতার শিবির শুরু হচ্ছে। ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগের তরফ থেকে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ সকলে এই অনুষ্ঠানে যোগ দাও এবং সঙ্গে অবশ্যই রাখো নিজেদের অভিভাবককেও।

স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করবেন এবং আপনারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 যোগাযোগ : 8017669359

এই লিংকে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন।

https://bit.ly/3Lk9t1c

আপনাদের মেল আইডিতে অনুষ্ঠানের লিঙ্ক পাঠানো হবে। 

 


স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য লিঙ্ক পাঠানো হবে।  

                                                         Thank You

  

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

মাননীয় উপাচার্য মহাশয়ের শুভেচ্ছা বার্তা

 

নতুন বছরের বার্তা, ২০২২

 


অধ্যাপক সৈকত মৈত্র

 মাননীয় উপাচার্য মহাশয়

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গ


 সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরে নব উদ্যমে সামাজিক উন্নতির কাজে আমরা যেন আগের থেকে আরও বেশি ব্রতী হতে পারি সেই কামনা রইল।

তবে এই কাজের জন্য আমাদের নিজেদেরও ভাল রাখা প্রয়োজন। তবেই দেশ ও সমাজকে ভাল রাখতে পারব।  আর নিজে ভাল থাকা মানে শারীরিক এবং মানসিক দুই ভাবেই সুস্থ থাকা।

ছাত্রছাত্রীদের উদ্দেশে বলি,আমাদের প্রত্যেকের জীবনে সব সময়ই নতুন নতুন অভিজ্ঞতা হয়। আমাদের মন নানা পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হয়। প্রতিটি পরিস্থিতি থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

এর জন্য বেশ কয়েকটি আবশ্যিক কর্তব্য পালন করা উচিত। তবেই নিজের উন্নতি এবং দেশের উন্নতি সম্ভব  

প্রথমত, নিজের মনকে সব সময় সমস্যা সমাধানের জন্য প্রস্তুত রাখতে হবে। পঠনপাঠন এবং জীবনের সমস্ত ক্ষেত্রে চরিত্রের এই বিশেষ দিকটি বাড়তি সাহায্য করবে এবং উৎসাহ প্রদান করবে

দ্বিতীয়ত, বৌদ্ধিক এবং আত্মিক বিকাশ জরুরি। সে দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে। যত বেশি ভাল বই পড়বে ততই নিজের বিকাশ হবে, তাই জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং বৌদ্ধিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস আরও বাড়িয়ে তোলো। বিভিন্ন মনীষীদের বাণী গুলি পড়ে নিজেদের চরিত্রে তার প্রতিফলন ঘটাও। 

নিজেকে শান্ত রাখো তাহলে দেখবে মন ও বুদ্ধি দুইই ভাল থাকবে। মোবাইলের অপব্যবহার প্রতিহত করতে হবে।  সমস্ত সম্পর্ককে সম্মান প্রদর্শন করা আমাদের সকলের প্রধান কর্তব্য।

সর্বোপরি এটাই আবেদন সকলে  সাবধানে থাকবেন। কোভিড থেকে নিজেদের এবং পরিবারকে বাঁচিয়ে রাখুন। শিক্ষক -শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সহ সকলকে অনেক শুভেচ্ছা জানাই। 

সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।  ধন্যবাদ .. 

 

--------------------------------------------

শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

'আমার স্কুল' প্রবন্ধ প্রতিযোগিতা

 

'আমার স্কুল' 


প্রবন্ধ প্রতিযোগিতা

 


  

 

'আমার আবেগ...

আমার স্কুল '

 

'আমার ভালবাসা

আমার স্কুল'

 

'আমার বুকে অনেক আশা

আমার স্কুল '

 

'আমার জীবন

আমার স্কুল '

 

স্কুলের সঙ্গে সর্বত্র জড়িয়ে রয়েছে অনেক আশা ভালবাসা বন্ধুত্ব, আর নতুন জীবনের মন্ত্র শেখার সেরা ঠিকানা। নিজের স্কুলের সম্পর্কে যেটুকু বলা যায় সেটাও যেন কম হয়.


মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

চলো ছাত্রছাত্রীরা , হাতে কলম তুলে নাও আর নিজের স্কুলের সম্পর্কে  ৫০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও আমাদের, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের  স্কুল কানেক্ট বিভাগে। মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে শুরু হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা। 


বিষয় -----আমার স্কুল







 

যে সমস্ত লেখা বিচারকের কাছে সেরার তালিকায় থাকবে তারা পুরস্কার তো পাবেই সঙ্গে তাদের লেখা প্রকাশিত হবে ম্যাকাউটের স্পর্শ নামক ম্যাগাজিনেও। দেওয়া হবে তোমাদের স্কুলের ছবি । সকলকেই শংসাপত্র দেওয়া হবে।

 

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দাও এবং লেখা পাঠিয়ে দাও.   

 

https://bit.ly/30U3Hkd


লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর , ২০২১ 


কী ভাবে লেখা পাঠাবে ?

 

৫০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও.......


1. খাতায় লিখে মোবাইলে ছবি তুলে নিচে দেওয়া লিঙ্কে আপলোড করো (১০টির বেশি ছবি আপলোড করা যাবে না )


অথবা

 

2. পিডিএফ ফাইল পাঠাতে পারো

 

অথবা

 

3. ওয়ার্ড ফাইল পাঠাতে পারো

 

 কোনও কিছু জানতে হলে মেসেজ করো ৮৬১৭৭০৩৪২০


 

 












মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পশ্চিমবঙ্গ 

visit:schoolconnect.makautwb.net





ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...