মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

পঞ্চম স্থানে পৌঁছে গেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



 

সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে সক্রিয় থাকায় পঞ্চম স্থানে 

পৌঁছে গেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


বেসরকারি আন্তর্জাতিক সংস্থার বিচারে সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের কার্যকারিতায় পঞ্চম স্থানে  পৌঁছে গেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি uni Rank নামের যে সংস্থা তালিকা প্রকাশ করেছে সেখানে এই রাজ্যের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ম্যাকাউট ৫ নম্বর স্থানে রয়েছে।  বিভিন্ন সংবাদপত্রে সেই খবরের উল্লেখ হয়েছে।
ফেসবুক, টুইটার , ইউটিউব এবং ব্লগে ম্যাকাউটের সদর্থক ভূমিকা এই রিপোর্টে উঠে এসেছে।    

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র জানান, "এই অতিমারীর সময়েও আমরা সব সময় চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইনে পঠনপাঠনের সমস্ত কিছু প্রক্রিয়া স্বভাবিক ভাবে চালু রাখতে। সকলের সহযোগিতায় সেটা আমরা করতে পেরেছি। পড়ুয়াদের সুবিধা হয়েছে. এটাই আনন্দের।"

বর্তমান পত্রিকা 

 

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...