মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নতুন আঙ্গিকে 'বিজ্ঞানের দিশারী',

নতুন আঙ্গিকে 'বিজ্ঞানের দিশারী'

  পরিচালনায়ঃ স্কুল কানেক্ট বিভাগ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ






মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ

হরিণঘাটা , নদিয়া

২০২১ সালের ৮ জুন থেকে অনলাইনে শুরু হয়েছিল বিজ্ঞানের দিশারী অনুষ্ঠান। সেখানে বিজ্ঞানীদের জন্মদিনে ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুলের পড়ুয়ারা বিজ্ঞানীদের সম্পর্কে নানা তথ্য সংগ্ৰহ করে অনলাইনে পরিবেশন করত। ইতিমধ্যে সেখান থেকে কিছু বক্তব্য নিয়ে একটি সংকলন প্রকাশ হতে চলেছে। 

কিন্তু একবছর অতিক্রম হওয়ার পরে ২০২২ সালের জুলাই থেকে একটু অন্যভাবে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। ..



উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়



 

বিজ্ঞানের দিশারী অনুষ্ঠানের নতুন আঙ্গিক ..

আমরা ব্লগের মাধ্যমে বেশ কয়েকজন বিজ্ঞানীর নাম প্রকাশ করব।

সেখান থেকে যে কোনও একজন বিজ্ঞানী সম্পর্কে তথ্য সংগ্রহ করে ৫০০   শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখে স্কুল কানেক্ট বিভাগে পাঠাতে পারবে স্কুল পড়ুয়ারা ।

নির্দিষ্ট দিনের মধ্যে সেই লেখা মেল্ করবে পড়ুয়ারা 

সেখান থেকে বেছে নেওয়া হবে সেরা দশজনকে

দেওয়া হবে শংসাপত্র এবং পুরস্কার।

 

তাই আর দেরি না করে স্কুল পড়ুয়াদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্কুল কানেক্ট বিভাগ থেকে আহ্বান জানানো হচ্ছে।

 

যোগাযোগ ঃ ০৩৩- ২৯৯৯ ১৫৩৪

 


জুলাই - আগস্টে স্মরণীয় যে বিজ্ঞানীরা







                                গ্রেগর মেণ্ডেল 


















                                         বিক্রম সারাভাই







কী কী করতে হবে স্কুল পড়ুয়াদের ?

১। উপরে উল্লিখিত যে কোনও একজন বিজ্ঞানীর জীবন ও কাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করে  ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখে পাঠাতে হবে, (খাতায় লিখে ছবি তুলেও পাঠানো যাবে, আবার ওয়ার্ড বা পিডিএফ ফাইল পাঠাতে পারো )    

২। পাঠাবে এই মেল আইডিতে schoolmakaut@gmail.com

৩। পাঠযোগ্য ও পরিচ্ছন্ন হাতের লেখার প্রবন্ধই গ্রহণ করা হবে।    

৪।  সঙ্গে পাঠাতে হবে পড়ুয়ার নিজের নাম, স্কুলের নাম, শ্রেনি , মোবাইল নম্বর এবং একটি পাসপোর্ট সাইজ ছবি

৫। প্রবন্ধ পাঠানোর শেষ তারিখ ২৫ জুলাই , ২০২২   




ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...