লকডাউনে বাড়িতে বসে পাঠ্যপুস্তক ছাড়া আর কোন বই পড়লে ?
কোনও
উপন্যাস ?
না
কি হাড় হিম করা কোনও দস্যুর গল্প ?
রোমহর্ষক গোয়েন্দা গল্প পড়েছ ?
যে
বই পড়ে থাকো, এসো অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা
শেয়ার করো সকলের সঙ্গে। গোটা বিশ্ব শুনবে তোমার নতুন অভিজ্ঞতার কথা।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের মাননীয় উপাচার্য
অধ্যাপক সৈকত
মৈত্র
মহাশয়ের
পরামর্শে
স্কুল
কানেক্ট
টিম
শুরু
করছে
এমনই
এক
অভিনব
প্রতিযোগিতা।
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
প্রথম
থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনও পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
শেয়ার করো
বই পড়ার অভিজ্ঞতা
এই লিঙ্কে ক্লিক করে নাম
নথিভুক্ত করো
কী ভাবে হবে সেই প্রতিযোগিতা ?
১.
প্রথমে এই লিঙ্কে ক্লিক
করে একটি ফর্ম পূরণ করো। তোমার
নাম , স্কুলের নাম, তুমি সম্প্রতি কোন বই পড়েছ এরকম
বেশ কয়েকটি তথ্য
চাওয়া হয়েছে সেগুলি লিখে ফর্ম পূরণ করো।
২.
এর পরে অনলাইনে সেই বই পড়ার অভিজ্ঞতা
তোমরা জানাবে। নাম নথিভুক্ত হওয়ার পরেই ম্যাকাউটের স্কুল
কানেক্ট টিমের সদস্যেরা তোমাদের
ফোন করে সমস্ত বিষয় জানাবেন।
অনলাইনে কী কী অভিজ্ঞতা শেয়ার করতে হবে ?
২.
তার লেখকের নাম কী ?
৩.
সংক্ষেপে সেই বইয়ের গল্প শোনাবে। (১০ মিনিট সময়
দেওয়া হবে )
৪.
এই বই পড়ে তুমি
নতুন কী কী শিখলে
?
৫.
কেমন অভিজ্ঞতা হল ?
৬.
এই বইটিতে বিশেষত্ব কী রয়েছে ?
৭.
তোমার চোখে এই বইয়ের সেরা
অংশ কোনটি এবং কেন ?
প্রতিযোগীদের
মধ্যে থেকে প্রথম তিনজন সেরা পাবে পুরস্কার।
তবে
সমস্ত প্রতিযোগীদেরই ম্যাকাউটের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে।
তাই আর দেরি না করে আগামী ২৬ অক্টোবরের , ২০২১ মধ্যে নাম পাঠিয়ে দাও।
কেউ কিছু জানতে চাইলে whats app করো 8617703420
Website:
schoolconnect.makautwb.net
ধন্যবাদ