বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বায়োলজিকাল ডেটার কোনও পরিবর্তন হচ্ছে না। কিন্তু বিভিন্ন ল্যাবে সেই ডেটা পুনর্মূল্যায়ন করতে গিয়ে পৃথক পৃথক ফল মিলছে। সমস্যা মেটাতে উদ্যোগী ম্যাকাউটের বায়োইনফর্মেটিক্স বিভাগ, ওয়েবিনার আগস্ট ৫, ২০২৩



বায়োলজিকাল ডেটার কোনও পরিবর্তন হচ্ছে না।  কিন্তু বিভিন্ন ল্যাবে সেই ডেটা পুনর্মূল্যায়ন  করতে গিয়ে পৃথক পৃথক ফল মিলছে।  সমস্যা মেটাতে উদ্যোগী ম্যাকাউটের 

বায়োইনফর্মেটিক্স বিভাগ





 বায়োলজিকাল ডেটার কোনও পরিবর্তন হচ্ছে না।  কিন্তু বিভিন্ন ল্যাবে সেই ডেটা পুনর্মূল্যায়ন  করতে গিয়ে পৃথক পৃথক ফল মিলছে।  আর তাতেই বাড়ছে সমস্যা। 

এবারে এই সমস্যা নিরসনে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োইনফর্মেটিক্স বিভাগ।

 বিভাগের অধ্যাপক চিত্তব্রত মাল জানান, ওয়েবিনারের মাধ্যমে দেখানো হবে কীভাবে ডেটা অভিন্ন থাকলে ল্যাবের পরিবর্তন হলেও ফলাফলে হেরফের হয় না।  

৫ আগস্ট বেলা সাড়ে দশটা নাগাদ 'ডকার রিপ্রোডিউসেবল বায়ো ইনফরমেটিক্স এনালাইসিস শীর্ষক ১ ওয়েবিনার তথা কর্মশালার আয়োজন করেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পশ্চিমবঙ্গের বায়ো ইনফরমেটিকস বিভাগ।




মাননীয় উপাচার্য অধ্যাপক গৌতম মজুমদার মহাশয়



অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক গৌতম মজুমদার মহাশয়। অতিথি বক্তা হিসেবে থাকছেন ম্যাকাউটের বায়ো ইনফরমেটিকস বিভাগের আয়ুষ্মান কুমার ব্যানার্জি। প্যানেলে থাকছেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান তথা এসোসিয়েট অধ্যাপক ডঃ সৌমেন কুমার পতি, অ্যাসোসিয়েট অধ্যাপক হৃদয় রঞ্জন বৈরাগ্য । অনুষ্ঠানের আহবায়ক উক্ত বিভাগীয় সহ অধ্যাপক ডক্টর চিত্তব্রত মাল ।







মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...