মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

জন্মভূমির সেবায় আত্মনিয়োগ কী ভাবে? স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ

 

আমাদের মহান দেশ ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  স্কুল কানেক্ট বিভাগের বিশেষ নিবেদন

জন্মভূমির সেবায় আত্মনিয়োগ কী ভাবে?“





 




স্কুল পড়ুয়াদের সঙ্গে গান, কবিতা এবং আলাপচারিতায় ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ। উপস্থিত থাকবেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় স্বয়ং ।  

তারিখ ঃ ১৫ আগস্ট , ২০২২

সময় ঃ সন্ধ্যা ৬ টা  

 অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই লিঙ্কে রেজিস্ট্রেশন করুন     https://bit.ly/3vSjJrl

মহান বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রাম এবং অসংখ্য বলিদানের মধ্য দিয়ে আমাদের মহান দেশ স্বাধীনতা অর্জন  করেছে। পথ চলতে চলতে ৭৫ বছর পার করল সকল দেশের সেরা আমাদের জন্মভূমি। যে সমস্ত মহান বিপ্লবীদের প্রচেষ্টায় আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে তাঁদের প্রতি আমরা চির কৃতজ্ঞ থাকব।

কিন্তু কৃতজ্ঞতার পাশাপাশি আমাদের সকলের উপরে রয়েছে এক দায়িত্ব। যে দেশকে স্বাধীন করার জন্য তাঁরা বলিদান দিয়েছেন সেই ভারতবর্ষকে আরও সুন্দর করতে হবে, ভালবাসা এবং মায়ায় জড়িয়ে ক্রমশ উন্নত হতে হবে দেশকে। সততা এবং পরিশ্রমকে মূলধন করে যাঁরা দেশকে আগামীদিনে পথ দেখাবে তারা হল আজকের ছাত্রছাত্রীরা। এবারে তাঁদের সঙ্গে সরাসরি আলোচনায় ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।

ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র  মহাশয়ের পরামর্শে এবং তাঁরই উপস্থিতিতে অনলাইনে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে গান, কবিতা এবং আলাপচারিতায় থাকবে স্কুল কানেক্ট বিভাগ।

ছাত্রছাত্রীদের কাছে দেশাত্মবোধক গান ও কবিতা শোনার পাশাপাশি সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাবে কীভাবে তারা নিজেদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে চায়। এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে এই রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। 

তাই আপনাদের সকলকে আহ্বান অনলাইনে এই অনুষ্ঠানে যোগ দান করে শুনুন দেশের আগামী কান্ডারীদের বক্তব্য। আপনারা উপস্থিত থেকে উৎসাহিত করুন ছাত্রছাত্রীদের।


যোগাযোগ করুন ঃ ৮১৫৮৮৬১৬১০, ০৩৩- ২৯৯৯ ১৫৩৪ 

বন্দেমাতরম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...