মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ২০২২, ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ২০২২


 আয়োজক: ম্যাকাউট আউটরিচ বিভাগ 




ছাত্রছাত্রীরা পুজোয় ঘুরতে বের হবে, অথচ সেগুলিকে ক্যামেরা বন্দি করবে না সেটা হতেই পারে না। শুধু পুজো প্যান্ডেল বা প্রতিমার ছবি নয়, ছবির যেন  থাকে নিজস্ব ভাষা।  ফটোগ্রাফির যে শৈলী সেটি যেন ছবিতে প্রকাশ পায়।  আর সেই ছবি শুধু সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে। এভাবেই খুব সহজে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে স্কুলের একাদশ দ্বাদশ থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের যে কোনও পড়ুয়া।

https://forms.gle/sQh2C7U245YFKFiZ9

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে ম্যাকাউট আউটরিচ বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশগ্রহণ করো আর জিতে নাও পুরস্কার।

 প্রতিযোগিতার থিম দুর্গা পুজো। 

লিঙ্কে ছবি আপলোডের শেষ তারিখ ১৫  অক্টোবর , ২০২২। 

যে কোনও প্রশ্ন থাকলে ফোন করতে পারেন 

০৩৩ ২৯৯৯ ১৫৩৪/ ৮১৫৮৮৬১৬১০


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...