শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মহাত্মা গান্ধীর জন্মদিনে মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের বার্তা

 

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের বার্তা





আজ, অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের বার্তা। .. ..

                                                        মাননীয় উপাচার্য জানিয়েছেন, জাতির জনক আমাদের জীবনকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন সেটা শুধু আজকের দিনে নয় সারা বছর, সমগ্র জীবনে চলার পথের পাথেয়। তবু আজকের দিনে বিশেষ ভাবে তাঁর দেখানো পথ আদর্শের স্মৃতিচারণ করলে আমরা সকলেই আরও বেশি সমৃদ্ধ হব।

 

তাই এই বিশেষ দিনে সকলকে উপাচার্য শপথ নিতে বলেছেন , মহাত্মার সহমর্মিতা, সহানুভূতি  শান্তিপূর্ণ সহজ সরল জীবন যাপনের যে আদর্শ তাকে আরও বেশি করে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। সকলকে সঙ্গে নিয়ে পথ চলার যে আনন্দ তা যেন বহু কাল আগেই তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। বর্তমানে স্বাভাবিক  কার্য ক্ষেত্রে তাঁর সেই মহান আদর্শ প্রয়োগ করে আমরা সেটা বুঝতে পারি।

 উপাচার্য জানান, সকলকে এক সঙ্গে নিয়ে পথ চলার যে অনাবিল আনন্দ রয়েছে, সেটা আর অন্যত্র কোথাও নেই । সকলকে নিয়ে চলা এবং সকলের জন্য চিন্তা। এই দুই পন্থা অবলম্বন করে পথ চললে জীবনে শান্তি আসে। মহাত্মা আমাদের প্রতি পদে পদে এই শিক্ষা দিয়েছেন। স্বার্থপরতা শুধু আমাদের সঙ্কীর্ণ করে দেয়। ভবিষ্যতে লড়াই করে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া খুব প্রয়োজন। মহাত্মার এই দুই আদর্শে রয়েছে স্বার্থপরতাকে বিনাশ করার শক্তি । পড়াশুনার ও যে কোনও কাজ করার জন্য স্থির মনের প্রয়োজন । শান্তি সেই স্থিরতা নিয়ে আসে। আর সকলের জন্য চিন্তা এবং সকলকে নিয়ে পথ চলার মানসিকতা মনে শান্তি আনে। সবই এক সুতোয় গাঁথা ।

 

মহাত্মার থেকে আরও যে উপদেশ আমরা পেয়েছি তার মধ্যে সততা ও সরলতা অন্যতম বলেই মনে করেন মাননীয় উপাচার্য। এই দুই পন্থাকে অবলম্বন করে যে কোনও কাজই আমরা করি না কেন সাফল্য আসবেই । তাই শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি তাঁর পরামর্শ , আমরা নিজেদের প্রান যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করি তেমনই নিজেদের মধ্যে থাকা সারল্য এবং সততাকে অক্ষুণ্ণ রাখতেই হবে ।

 

সর্বোপরি তিনি জানিয়েছেন, পরিবেশ আমাদের মা। জাতির জনক সমস্ত ক্ষেত্রে পরিবেশ বাঁচানোর পরামর্শ দিয়েছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষা আমাদের সমগ্র জাতির প্রাথমিক কর্তব্য । প্রতিদিন শপথ নিতে হবে, এই কর্তব্য আমরা পালন করবই। শেষে সকলের উদ্দেশে তাঁর বার্তা, মহাত্মাকে মনের ভিতরে রাখার পাশাপাশি তাঁর পরামর্শগুলিকে বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রয়োগ করতে আমাদের বদ্ধ পরিকর হতে হবে । কারণ , এই দায়বদ্ধতার শিক্ষাও এই মহান মানুষের থেকে পাওয়া ।




 মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় বলেন, 

'এই মহাত্মাকে বিনম্র চিত্তে সশ্রধ প্রণাম জানাই ' 

 

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

১ অক্টোবর, ২০২০ থেকে (সিইটি-৩) এবং (জেইম্যাট-৩) -র ফর্ম পূরণ শুরু হচ্ছে।

 

অক্টোবর, ২০২০ থেকে (সিইটি-) এবং (জেইম্যাট-) - ফর্ম পূরণ শুরু 


পরীক্ষার দিন দ্রুত ওয়েবসাইটে জানানো হবে

 

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  বা ম্যাকাউট


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  বা ম্যাকাউট (ইন-হাউস) এবং অনুমোদিত অন্যান্য কলেজে স্নাতক স্নাতকোত্তরে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য সিইটি এবং জেইম্যাট প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। ইতিমধ্যে দু'বার সিইটি এবং জেইম্যাট হয়ে গিয়েছে। অনেকের অনুরোধে ফের এই পরীক্ষা হচ্ছে। এই সুযোগ হাত ছাড়া না করাই  ভাল। 

 

বিস্তারিত জানার জন্য ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

https://makautwb.ac.in 

সিইটি জেইম্যাট ২০২০ লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন।  

 

বাড়িতে বসেই অনলাইনে ফর্ম পূরণ, পরীক্ষা ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। কম্পিউটার, ল্যাপটপ , মোবাইল বা ট্যাবের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। গোটা প্রক্রিয়া হবে অনলাইনে।  

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  বা ম্যাকাউট


ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে যে সমস্ত কোর্স করানো হয় নীচে সেগুলির তালিকা দেওয়া হল।  বিএসসি , বিবিএ এবং এমএসসি কোর্সে ভর্তি হওয়ার জন্য সিইটি - এবং এমবিএ কোর্সে ভর্তির জন্য জেইম্যাট - প্রবেশিকা পরীক্ষা দিতে হবে

সত্ত্বর ফর্ম পূরণ করুন।

 

 

স্নাতকের কোর্স


বিএসসি এবং বিবিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য সিইটি -৩ প্রবেশিকা পরীক্ষা দিতে হবে

 

·                     B.Sc. with Mathematics and Computer Applications

·                     B.Sc. in IT (Artificial Intelligence)

·                     B.Sc. in IT (Data Science)

·                     B.Sc. in IT (Big Data Analytics)

·                     B.Sc. in IT (Cyber Security)

·                     B.Sc. in IT (Internet of Things) 

·                     B.Sc. in IT (Cryptography & Network Security)

·                     B.Sc. in IT (Block chain Technology)

·                     BCA

·                     B.Sc. in Food Science & Technology

·                     B.Sc. in Gaming and Mobile Application Development 

·                     B.Sc. in Animation & Film Making, Graphics & VFX

·                     B.Sc. in Multimedia Science, Augmented & Virtual Reality

·                     B.Sc. in Media Science

·                     B.Sc.in Robotics & 3D Printing 

·                     B.Sc. in Forensic Science

·                     B.Sc. in Biotechnology

·                     B.Sc. in Bioinformatics 

·                     B.Sc. in Materials Science

·                     B.Sc. in Statistics

·                     B.Sc. in Economics

·                     B.Sc. in Psychology

·                     BBA

·                     BBA (Digital Marketing)

·                     BBA (Hospital Management)

·                     BBA (Business Analytics) 

·                     BBA (Travel & Tourism)

 

স্নাতকোত্তরের কোর্স


এমএসসি কোর্সে ভর্তি হওয়ার জন্য সিইটি -৩ প্রবেশিকা পরীক্ষা দিতে হবে

 

·                     M.Sc. in Food Science & Technology

·                     M.Sc. in Bioinformatics

·                     M.Sc. in Biotechnology

·                     M.Sc. in Forensic Science

·                     M.Sc. in Genetics

·                     M.Sc. in Microbiology

·                     M.Sc. in Molecular Biology

·                     M.Sc. in IT (Artificial Intelligence)

·                     M.Sc. in IT (Big Data Analytics)

·                     M.Sc. in IT (Block Chain Technology)

·                     M.Sc. in IT (Cryptography & Network Security)

·                     M.Sc. in IT (Cyber Security)

·                     M.Sc. in IT (Data Science)

·                     M.Sc. in IT (Internet of Things)

·                     M.Sc. in Materials Science

·                     M.Sc. in Media Science

·                     M.Sc. in Applied Chemistry

·                     M.Sc. in Applied Economics

·                     M.Sc. in Applied Statistics & Analytics

·                     M.Sc. in Applied Psychology

 

এমবিএ কোর্সে ভর্তির জন্য জেইম্যাট - প্রবেশিকা পরীক্ষা দিতে হবে

 

MBA

MBA (Business Analytics)

MBA (Hospital Administration)

 

এই সমস্ত কোর্স ফি, হস্টেলের ফি এবং প্রতিটি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন……. 

https://makautwb.ac.in 

  ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা

ধন্যবাদ 

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...