জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের বার্তা
আজ, ২ অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের বার্তা। .. ..
তাই এই বিশেষ দিনে সকলকে উপাচার্য শপথ নিতে বলেছেন , মহাত্মার সহমর্মিতা, সহানুভূতি ও শান্তিপূর্ণ সহজ সরল জীবন যাপনের যে আদর্শ তাকে আরও বেশি করে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। সকলকে সঙ্গে নিয়ে পথ চলার যে আনন্দ তা যেন বহু কাল আগেই তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। বর্তমানে স্বাভাবিক কার্য ক্ষেত্রে তাঁর সেই মহান আদর্শ প্রয়োগ করে আমরা সেটা বুঝতে পারি।
মহাত্মার থেকে আরও যে উপদেশ আমরা
পেয়েছি তার মধ্যে সততা ও সরলতা অন্যতম বলেই মনে করেন মাননীয় উপাচার্য। এই দুই পন্থাকে
অবলম্বন করে যে কোনও কাজই আমরা করি না কেন সাফল্য আসবেই । তাই শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি তাঁর পরামর্শ , আমরা নিজেদের প্রান যেমন সুরক্ষিত
রাখার চেষ্টা করি তেমনই নিজেদের মধ্যে থাকা সারল্য এবং সততাকে অক্ষুণ্ণ রাখতেই হবে
।
সর্বোপরি তিনি
জানিয়েছেন, পরিবেশ আমাদের মা। জাতির জনক সমস্ত ক্ষেত্রে পরিবেশ বাঁচানোর পরামর্শ দিয়েছেন।
আমাদের সকলকে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষা আমাদের সমগ্র জাতির
প্রাথমিক কর্তব্য । প্রতিদিন শপথ নিতে হবে, এই কর্তব্য আমরা পালন করবই। শেষে সকলের
উদ্দেশে তাঁর বার্তা, মহাত্মাকে মনের ভিতরে রাখার পাশাপাশি তাঁর পরামর্শগুলিকে বাস্তব
জীবনে প্রতিনিয়ত প্রয়োগ করতে আমাদের বদ্ধ পরিকর হতে হবে । কারণ , এই দায়বদ্ধতার শিক্ষাও
এই মহান মানুষের থেকে পাওয়া ।
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় বলেন,
'এই মহাত্মাকে বিনম্র চিত্তে সশ্রধ প্রণাম জানাই '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন