শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ম্যাকাউট চিত্রমঞ্জরী

 

ম্যাকাউট চিত্রমঞ্জরী

 

(স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব)

 




গৃহবন্দি দশায় ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে থাকা না দেখা প্রতিভাকে খুঁজে বের করতে উদ্যোগী হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাই রাজ্যের সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের এক সারিতে নিয়ে আসার যে চেষ্টা শুরু হয়েছিল তা সফল হয়। বার ম্যাকাউটের ছাত্রছাত্রীদের প্রতিভার  কর্মকান্ড প্রকাশ্যে আসতে চলেছে। 

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

বর্তমানে করোনা সারা বিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে। দীর্ঘদিন যাবৎ প্রেক্ষাগৃহ বন্ধ। ছাত্র-ছাত্রীরাও গৃহবন্দি দশা কাটাচ্ছে। ম্যাকাউট তার ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে, ছাত্র-ছাত্রীদের সামনে একটি নতুন মঞ্চের ব্যবস্থা করে দিয়েছে। ম্যাকাউট এর ছাত্র-ছাত্রীরা এই গৃহবন্দি দশায় নিজেদের মুঠোফোনেই তৈরি করে ফেলেছে স্বল্পদৈর্ঘ্যের বিভিন্ন সিনেমা। সুপ্ত প্রতিভাকে বাইরে বের করে আন্তে সচেষ্ট হয়েছে পড়ুয়ারাও। ম্যাকাউট এবং বাংলা ওয়ার্ল্ডওয়াইড যৌথ উদ্যোগে এক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।


 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


‘ম্যাকাউট চিত্রমঞ্জরী শিরোনামে আগামী ২৬শে অক্টোবর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। বর্তমানে মূল ধারার কলাকুশলীরাও গুরুত্ব সহকারে সমানভাবে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে খুব কম সময়ে দর্শকদের মনে প্রভাব ফেলা যায়। ফলে সমাজের উদ্দেশে যে কোনও বার্তা কিংবা বিষয়বস্তু সুন্দর ভাবে তুলে ধরা যায়। আগামী ২৬শে অক্টোবর থেকে চলচ্চিত্র উৎসবটি দেখার জন্য নিয়মিত বাংলা ওয়ার্ল্ডওয়াইড-এর পোর্টালে চোখ রাখুন।

 

 ইতিমধ্যেই গত অক্টোবর অনলাইনে এক অনুষ্ঠান হয়। গত এপ্ৰিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা পাঠ্যক্রম বহির্ভূত যে সমস্ত কাজ করেছে সেগুলির মধ্যে কয়েকটির প্রদর্শনী হয়। সেখানে রাজ্যের বিভিন্ন স্কুলের ১৪০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। তাদের উৎসাহ দেন ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। সেখানে উপস্থিত ছিলেন ম্যাকাউটের অন্য বিশেষজ্ঞরা। এবার ম্যাকাউটের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এই উৎসব।      

 

ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...