শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

স্কুল পড়ুয়াদের (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী) জন্য রাজ্য স্তরের অনলাইন কুইজ প্রতিযোগিতা

 স্কুল পড়ুয়াদের (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী) জন্য রাজ্য স্তরের অনলাইন কুইজ প্রতিযোগিতা 


আয়োজক : মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


প্রতিযোগিতার তারিখ : ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর , ২০২০

আবেদন জানানোর শেষ তারিখ : ২৮ অক্টোবর , ২০২০ 


মাধ্যম : .Google Meet 



মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র


চলমানতাই জীবন। পথ চলার সময় কোনও কারণেই থেমে গেলে সার্বিক অগ্রগতি স্তব্ধ হয়ে যায়। 

সে কারণে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট এর মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্রের পরামর্শ,পড়ুয়াদের সব সময় নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হয়। এর আগে বিভিন্ন ক্ষেত্রে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিম বিভিন্ন  ভাবে স্কুল পড়ুয়াদের ভিতরে থাকা প্রতিভাকে বিকাশ করার জন্য পদক্ষেপ করেছে। এবারে উপাচার্য মহাশয়ের পরামর্শে রাজ্য স্তরের অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করল ম্যাকাউট। আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর, ২০২০ দুদিন এই প্রতিযোগিতা চলবে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা  এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে .  রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রচুর  সংখ্যক পড়ুয়ারা এতে যোগ দিচ্ছেন। পুরোটাই হবে Google Meet এর মাধ্যমে। প্রত্যেক অংশগ্রহণকারীকে ম্যাকাউটের তরফ থেকে শংসাপত্র দেওয়া হবে।  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে বিশেষ অভ্যর্থনা।  তাদের ছবি প্রকাশ করা হবে ম্যাকাউটের ফেসবুক পেজে এবং ব্লগে।  কোভিড পরিস্থিতির পরিবর্তনের পরে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হবে তাদের। 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচে দেওয়া তথ্যগুলি পাঠাতে হবে .... 


১. প্রতিযোগির নাম 

২. ঠিকানা 

৩. ফোন নম্বর

৪. ইমেল 

৫. কোন শ্রেণীতে পড়ে 

৬. স্কুলের নাম 

৭. নিচে দেওয়া যে কোনও একটি তথ্য পাঠান 

স্কুলের পরিচয়পত্র / বিগত বছরের মার্কশিট / রেজিস্ট্রেশন কার্ড বা Admit কার্ড 

এখানে পাঠান  

schoolconnectmakaut19@gmail.com 

অথবা

whats app Number - 8240057538, 9830884081


অনলাইন কুইজ প্রতিযোগিতা  যে সমস্ত বিষয়ে  প্রশ্ন হবে 

১. ভারতের ইতিহাস এবং সংস্কৃতি 

২. সাধারণ বিজ্ঞান 

৩. খেলা 

৪. সাম্প্রতিক ঘটনা 

৫. কোভিড ১৯ সম্পর্কে 

একাধিক রাউন্ডে প্রতিযোগিতার পর শেষে ফাইনাল রাউন্ড হবে। ...

দর্শকরা ইউ টিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন

আগামী দিনেও  যোগ ব্যায়াম বা বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে বিতর্কসভার আয়োজন করা হবে।      



       






ধন্যবাদ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...