শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

পেশার উজ্জ্বল সম্ভাবনার কোর্স, বায়ো-ইনফরমেটিক্স

পেশার উজ্জ্বল সম্ভাবনার কোর্স

বায়ো-ইনফরমেটিক্স




তথ্যে প্রকাশ দ্রুততার সঙ্গে চাকরির সম্ভাবনা বাড়তে থাকা বিষয়ের মধ্যে অন্যতম হল বায়ো-ইনফরমেটিক্স। বায়ো-ইনফরমেটিক্স বিজ্ঞানের একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র যা জৈবিক তথ্যের সাথে সম্পর্কিত। এটি কম্পিউটার বিজ্ঞান, গণিত, প্রকৌশল এবং পরিসংখ্যানের মতো। এক কথায় এটি জৈবিক তথ্য সম্পর্কিত তথ্য অধ্যয়ন জৈবিক যে কোনও ক্ষেত্রে ব্যাপক প্রয়োজনীয় এক বিষয় সাধারণত  মলিকিউলার বায়োলজি , জেনেটিক্স, রসায়ন স্ট্যাটিস্টিক্স এর মত বিষর নিয়ে পড়তে হয়। 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় ম্যাকাউটে পেশাগত যে বিভিন্ন কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মধ্যে বায়ো-ইনফরমেটিক্স একটি কোর্স। পড়ুয়াদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন পেশাগত কোর্স চালু হয়েছিল। এই সমস্ত কোর্সে ব্যাপক পড়ুয়া উৎসাহের সঙ্গে ভর্তি হয়েছে।  


 বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সম্মানজনক আকর্ষণীয় পদে চাকরির প্রভূত সভাবনা তৈরী হয়েছে। বায়োমেডিক্যাল রিসার্চ এর ক্ষেত্রে বায়ো-ইনফরমেটিক্স বিষয়ে দক্ষ মানুষের খুব প্রয়োজন। ওষুধ তৈরীর ভবিষ্যৎও অনেকটা বায়ো-ইনফরমেটিক্স গবেষণার ওপর নির্ভর করে। সে কারণে চাহিদাও বাড়ছে অনেকটাই যদি কেউ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে চায় এবং ডেটা সায়েন্স নিয়ে আগ্রহী, সে ক্ষেত্রে এই কোর্স করা বেশ ভাল বলেই জানান বিশেষজ্ঞরা।

 


   

তথ্যে প্রকাশ, বর্তমানে এই কোর্সের ব্যাপক চাহিদা রয়েছে। এবং বায়ো-ইনফরমেটিক্স বিষয়টি গবেষণা এবং ওষুধের সঙ্গেও সম্পর্ক থাকায় ভবিষ্যতেও এই বিষয়ের চাহিদা আরও বাড়বে বলেই মত অনেকের । 


 কোন কোন পদে চাকরির সম্ভাবনা ?

 ·         Bioinformatics Software Developer

·         Research Associates 

·         Network Administrator / Analyst

·         Computational Biologist

·         Database Programmer

·         Junior Research Fellow

·         Bioinformatics Scientist

·         Science Technician

·         Content Editor

·         Pharmacogenomics

·         Proteomic

·         Professor

 


কোথায় কোথায় নিয়োগের সম্ভাবনা ?

·       Various Pharmaceutical Companies

·       Hospitals

·       Research & Development Labs

·       Data Science Companies

·       Biotechnology& Healthcare Companies

·       Drug Designing

·       Bio-Analytics

·       Clinical Research

·       Proteomics.       

    মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউটে) স্নাতক ও স্নাতকোত্তর কোর্স রয়েছে


(৬ টি সেমেস্টার)

তিন বছরের কোর্স (স্নাতক)

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা 

১০+ সমতুল্য কোনও পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাশ করা পড়ুয়া  সিইটি- মাধ্যমে এই কোর্সে ভর্তি হতে পারবেন।

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

what's App No  

8017669359 


          মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) 

ধন্যবাদ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...