স্কুল পড়ুয়াদের দিশা দেখাতে ম্যাকাউটের
অনলাইনে কেরিয়ার কাউন্সেলিং
স্কুলের গন্ডি পার করে উচ্চ মাধ্যমিকের পর বড় ক্ষেত্রে এসে পৌঁছায় পড়ুয়ারা।
- v
কোন কোর্স নিয়ে পড়াশুনা করবে তারা?
- v
কোথায় ভর্তি হবে ?
- v তাঁদের যেমন ইচ্ছা তেমন কোর্স কি পাবে?
- v
রসায়ন থাকলে কোন কোর্স নেওয়া যায় ?
- v
পদার্থবিদ্যা থাকলে হবে ?
- v
বিসিএ পড়তে গেলে কী প্রয়োজন ?
- v
হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে চাকরির সুবিধা কী?
- v
সাইকোলজি নিয়ে পড়তে গেলে উচ্চমাধ্যমিকে কী কী বিষয় থাকতে হয়?
- v
সব চেয়ে বড় কথা, সাধের বিষয় নিয়ে পড়লে ভবিষ্যৎ জীবন কি সুরক্ষিত ?
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
পড়ুয়া মনের এই সমস্ত হাজারো প্রশ্নের উত্তর নিয়ে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) স্কুল কানেক্ট টিমের সদস্যরা। ২০১৯ সাল থেকেই ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে গোটা রাজ্য জুড়ে এই কাজ শুরু হয়েছে। নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা , পূর্ব বর্ধমান, হাওড়া, কালিম্পঙ, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে স্কুল কানেক্টের টিম।
কিন্তু চলতি বছরে মার্চ মাসের পর থেকে কোভিড -১৯ এর কারণে স্কুলে যাওয়া বন্ধ। কিন্তু তাতে কী ? প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেদার চলছে স্কুল কানেক্ট প্রোগ্রাম। বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা একসঙ্গে আসছে আমাদের কাছে। মাধ্যম ডিজিটাল।
গুগল মিট এর মাধ্যমে সরাসরি সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। পড়ুয়ারা জেনে নিচ্ছেন সমস্ত বিষয়ের খুঁটিনাটি।
চলতি বছরেও শুরু হয়েছে স্কুল কানেক্ট প্রোগ্রাম। অভিভাবক হিসেবে থাকেন ম্যাকাউটের পরামর্শদাতা তথা স্কুল কানেক্ট প্রোগ্রামের আহ্বায়ক ড. শুভব্রত রায়চৌধুরী। ইতিমধ্যে সেপ্টেম্বর মাস থেকে যে সমস্ত স্কুলের পড়ুয়াদের সঙ্গে সরাসরি গুগল মিটের মাধ্যমে কোর্স নিয়ে দিশা দেখানোর কাজ শুরু হয়েছে,
১. রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ
২. ফুলিয়া শিক্ষানিকেতন
৩. বড়জাগুলি গোপাল একাডেমি
৪. চাকদহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠ
৫. বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস হাই স্কুল
৬. হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাইস্কুল
৭. সাউথ পয়েন্ট হাইস্কুল
৮. মীরা হাইস্কুল
৯. বেথুয়াডহরী জেসিএম হাইস্কুল
১০. বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল
১১. নবদ্বীপ বালিকা বিদ্যালয়
১২. কালনা মহারাজা হাইস্কুল
১৩. সেন্ট্রাল মডার্ন স্কুল বরাহনগর
১৪. শ্যামনগর গার্লস হাইস্কুল
১৫. আটপুর বালিকা বিদ্যালয়
১৬. গয়েশপুর কিশলয় হাইস্কুল
১৭. বেথুন কলেজিয়েট স্কুল
১৮. নবদ্বীপ হিন্দু হাইস্কুল
প্রধানত উচ্চমাধ্যমিকের পর থেকেই দুশ্চিন্তা আসে। তাই তার আগে গোটা বছর জুড়েই পড়ুয়াদের পাশে দাঁড়াতে এই কর্ম কান্ড চলে। এই রাজ্যে থেকেই যে উচ্চশিক্ষা সম্ভব সেটাও পড়ুয়াদের নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানের পরে পড়ুয়াদের ই-সার্টিফিকেট দেওয়া হয়। যে পড়ুয়া যে বিষয় নিয়ে আগ্রহী সেই বিষয়ে বিশেষ ভাবে জানতে তাঁদের সাহায্য করা হয়. বিস্তারিত ভাবে সেই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছে তথ্য সরবরাহ করা হয়। সঙ্গে দেওয়া হয় ফোন নম্বর। টেক্সট মেসেজ করেও তারা সরাসরি যোগাযোগ করতে পারে
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যোগাযোগ :
সুপ্রিয় তরফদার - (8017669359)
দেবব্রত বিশ্বাস - (8240057538)
Mail Id
<schoolconnectmakaut19@gmail.com>
অফিসিয়াল ওয়েবসাইট https://makautwb.ac.in
makautwb.ac.in