তোমার চোখে দুর্গাপুজো
প্রবন্ধ প্রতিযোগিতা
কেমন
দেখলে দুর্গাপুজো ? নানা বিধিনিষেধ পালন করেও কতটা আনন্দ উপভোগ করলে ? এই উৎসবে তোমার
চোখে বিশেষ কিছু নজর কেড়েছে ?
সার্বিকভাবে
২০২১ সালের তোমার চোখে কেমন ছিল দুর্গাপুজো ?
৩০০
শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ম্যাকাউটের
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল এবং কলেজ কানেক্ট টিম তোমাদের মধ্যে থাকা লেখনী এবং দৃষ্টিভঙ্গির
প্রতিভার বিকাশ ঘটাতে অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে।
পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে…….
আগামী
৩১
অক্টোবর, ২০২১ রাত ১২টার
মধ্যে নিচের লিঙ্কে ক্লিক করে তোমাদের লেখা পাঠিয়ে দাও।
লেখা পাঠানোর নিয়ম :
১.
লেখাটি অবশ্যই পিডিএফ ফাইলে হতে
হবে।
২.
বাংলা অথবা ইংরেজি হরফে
টাইপ করে পিডিএফ ফাইল পাঠাতে পারো …
অথবা
খাতায় লিখে ছবি তুলে সেটিকে পিডিএফ ফাইল করে পাঠালেও হবে….
৩.
প্রতি পাতায় তোমার নাম, গ্ৰুপের , স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম এবং
ফোন নম্বর থাকা বাধ্যতামূলক …
৪. প্রত্যেক পাতায় পৃষ্ঠা নম্বর যেন উল্লেখ থাকে …
এই
লিঙ্ক ছাড়া অন্য্ কোনও ভাবে লেখা পাঠালে সেটা গণ্য হবে না।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিস্তারিত কোনও
তথ্যের
জন্য
যোগাযোগ
করতে
পারো
Whats app no> 8617703420
website: schoolconnect.makautwb.net
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন