মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ছবির থিম: দুর্গাপুজো ২০২১

ফটোগ্রাফি প্রতিযোগিতা

ছবির থিম: দুর্গাপুজো ২০২১




 



বন্ধু বা পরিবারের সঙ্গে পুজোর মণ্ডপে যাবে আর ছবি তুলবে না , সেটা কি হতে পারে ?

 

এবারে সেই ছবির মধ্যে বাছাই করে একটি সেরা ছবি পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটে। পেয়ে যেতে পারো সেরা ফটোগ্রাফারের পুরস্কার।


 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল এবং কলেজ কানেক্ট টিম অনলাইনে আয়োজন করেছে  ফটোগ্রাফি প্রতিযোগিতা।

পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে

 

আগামী ২৪ অক্টোবর রাত ১২টার মধ্যে নিচের লিঙ্কে ক্লিক করে তোমাদের লেখা পাঠিয়ে দাও।

https://bit.ly/3oYWjxw

 

বিশেষ কিছু নিয়ম :

. ছবির থিম  ২০২১ সালের দুর্গাপুজো। তাই কেউ কোনও পুরোনো ছবি পাঠাবে না।

. ছবির থিম অক্ষুন্ন রেখেও ছবিটির যেন একটি নিজস্ব বিষয় থাকে।  

 

বিস্তারিত কোনও তথ্যের জন্য যোগাযোগ করতে পারো

 

Whats app number  8617703420 




মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...