শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

'আমার স্কুল' প্রবন্ধ প্রতিযোগিতা

 

'আমার স্কুল' 


প্রবন্ধ প্রতিযোগিতা

 


  

 

'আমার আবেগ...

আমার স্কুল '

 

'আমার ভালবাসা

আমার স্কুল'

 

'আমার বুকে অনেক আশা

আমার স্কুল '

 

'আমার জীবন

আমার স্কুল '

 

স্কুলের সঙ্গে সর্বত্র জড়িয়ে রয়েছে অনেক আশা ভালবাসা বন্ধুত্ব, আর নতুন জীবনের মন্ত্র শেখার সেরা ঠিকানা। নিজের স্কুলের সম্পর্কে যেটুকু বলা যায় সেটাও যেন কম হয়.


মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

চলো ছাত্রছাত্রীরা , হাতে কলম তুলে নাও আর নিজের স্কুলের সম্পর্কে  ৫০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও আমাদের, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের  স্কুল কানেক্ট বিভাগে। মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে শুরু হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা। 


বিষয় -----আমার স্কুল







 

যে সমস্ত লেখা বিচারকের কাছে সেরার তালিকায় থাকবে তারা পুরস্কার তো পাবেই সঙ্গে তাদের লেখা প্রকাশিত হবে ম্যাকাউটের স্পর্শ নামক ম্যাগাজিনেও। দেওয়া হবে তোমাদের স্কুলের ছবি । সকলকেই শংসাপত্র দেওয়া হবে।

 

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দাও এবং লেখা পাঠিয়ে দাও.   

 

https://bit.ly/30U3Hkd


লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর , ২০২১ 


কী ভাবে লেখা পাঠাবে ?

 

৫০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও.......


1. খাতায় লিখে মোবাইলে ছবি তুলে নিচে দেওয়া লিঙ্কে আপলোড করো (১০টির বেশি ছবি আপলোড করা যাবে না )


অথবা

 

2. পিডিএফ ফাইল পাঠাতে পারো

 

অথবা

 

3. ওয়ার্ড ফাইল পাঠাতে পারো

 

 কোনও কিছু জানতে হলে মেসেজ করো ৮৬১৭৭০৩৪২০


 

 












মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পশ্চিমবঙ্গ 

visit:schoolconnect.makautwb.net





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...