কুইজ প্রতিযোগিতা
আয়োজক
: ম্যাকাউট আউটরিচ বিভাগ
বাড়িতে বসেই যোগ দাও রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতায়
.
স্কুলের পড়ুয়াদের জন্য অনলাইনের রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আউটরিচ বিভাগ।
কুইজের নিয়মাবলী :
১. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
গ্ৰুপ এ (ষষ্ঠ থেকে অষ্টম ),
গ্রুপ বি (নবম এবং দশম ), গ্ৰুপ সি (একাদশ এবং দ্বাদশ )
২. প্রশ্নের উত্তর দিতে পারবে বাংলা, ইংরেজি অথবা হিন্দিতে।
৩. প্রত্যেককে নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে কুইজে অংশ নিতে হবে।
৪. অনলাইনে প্রতিযোযোগিতা চলার সময়ে মোবাইল ফোন বা নেটওয়ার্ক খারাপ থাকলে তার দায় ম্যাকাউটের থাকবে না।
৫. কুইজ শুরু আগে সকলকে সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে।
৬. নিচে থাকা লিঙ্কে নিজের নাম রেজিস্ট্রেশন করাও ৩১ অক্টোবরের মধ্যে।
https://forms.gle/gteq2qJvPBRKgE9A6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন