শনিবার, ২২ অক্টোবর, ২০২২

প্রশিক্ষিত এবং পেশার যোগ্য ছাত্রছাত্রী তৈরি করতে উদ্যোগী ম্যাকাউটের সিসিপিটিআর

 

প্রশিক্ষিত এবং পেশার যোগ্য ছাত্রছাত্রী

তৈরি করতে উদ্যোগী ম্যাকাউটের সিসিপিটিআর



'
সেন্ট্রার ফর কোল্যাবরেটিভ প্রোগ্রামস , ট্রেনিং এন্ড রিসার্চ ' (সিসিপিটিআর) -এর এক অনুষ্ঠানে


পেশার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রীদের আরও দক্ষ করে তোলা এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই কাজকে ত্বরান্বিত করতে উদ্যোগী হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।  



সম্প্রতি সল্টলেকের জেড সিসি তে  ম্যাকাউটের 'সেন্ট্রার ফর কোল্যাবরেটিভ প্রোগ্রামস , ট্রেনিং এন্ড রিসার্চ ' (সিসিপিটিআর) -এর এক অনুষ্ঠানে ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় বলেন , " পেশার সুযোগ যেরকম রয়েছে সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর সে উদ্দেশে ম্যাকাউট এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে অগ্রসর হয়েছে। সিসিপিটিআর সারা বছর ধরে সেই কাজ চালিয়ে যাবে। এর ফলে উপকৃত হবে সমস্ত ছাত্রছাত্রী।



পরীক্ষা  নিয়ামক শুভাশিস দত্ত মহাশয়













দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়া। মূলত নবীন পড়ুয়াদের স্বাগত জানানো এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছিল সিসিপিটিআর। মাননীয় উপাচার্য মহাশয় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ম্যাকাউটের নিবন্ধক . পার্থপ্রতিম লাহিড়ী মহাশয় , পরীক্ষা  নিয়ামক . শুভাশিস দত্ত মহাশয় , বিত্ত আধিকারিক . অত্রি ভৌমিক মহাশয় , সিসিপিটিআর এর কর্মকর্তা , সদস্যম্যাকাউটের অফিসার  এবং প্রায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও পদাধিকারীরা। প্রত্যেকেই এই সেন্টারের অগ্রগতির মাধ্যমে পেশার জগতে উন্নত এবং প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের যোগদানের বিষয়ে আশাপ্রকাশ করেন।  



এই সেন্টারের প্রধান লক্ষ্যই হল সামাজিক এবং শিল্প চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আধুনিক শিক্ষা প্রদান।       

তাই প্রত্যেকের আশা এর ফলে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সিসিপিটিআর -এর হাত ধরে তৈরি হবে উন্নত মানবসম্পদ।   


ধন্যবাদ





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...