অনলাইন ফোটোগ্রাফি প্রতিযোগিতা, ২০২৩
আয়োজক : ম্যাকাউট আউটরিচ বিভাগ , ম্যাকাউট
পশ্চিমবঙ্গ
মোবাইলে ছবি তোলো আর পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে। স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আউটরিচ বিভাগ আয়োজন করেছে অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা। ১ জুনের মধ্যে নির্দিষ্ট লিংকে একটি ছবি আপলোড করতে হবে।
প্রতিটি গ্ৰুপ থেকে থেকে বেছে নেওয়া হবে সেরা
তিন প্রতিযোগিকে। ওই ৯ জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার এবং শংসাপত্র।
তবে সমস্ত প্রতিযোগিকে
শংসাপত্র দেওয়া হবে।
গ্ৰুপ :
গ্ৰুপ এ - ষষ্ঠ শ্রেণি
থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য (বিষয়
বস্তু - পশুপাখি )
গ্ৰুপ বি - নবম থেকে দ্বাদশ
শ্রেণির পড়ুয়াদের জন্য (বিষয় বস্তু -
প্রকৃতি)
গ্রূপ সি - স্নাতক এবং
স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য (বিষয়
বস্তু - গ্রীষ্মকাল এবং প্রকৃতি )
নিয়মাবলী :
১. ছবি তোলার তারিখ উল্লেখ করতে হবে
২. ২০২৩ সালের আগের কোনও
ছবি গ্রহণ করা হবে না
৩, ছবি আপলোড করার
শেষ তারিখ ১ জুন, ২০২৩।
৪. শুধুমাত্র ওই লিঙ্কের
মাধ্যমেই ছবি নেওয়া হবে। অন্য কোনও ভাবে
ছবি নেওয়া হবে না.
যে কোনও প্রয়োজনে ফোন করো
০৩৩ ২৯৯৯ ১৫৩৭ অথবা ৮১৫৮৮৬১৬১০ নম্বরে
--------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন