শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পর্যটনে সেরা চাকরি করতে পড়ুন ট্রাভেল ও টুরিজম

 

পর্যটনে সেরা চাকরি করতে পড়ুন ট্রাভেল টুরিজম

 

বিবিএ ইন ট্রাভেল টুরিজম

 ভ্রমণের সঙ্গে  সম্পর্কিত নানা কাহিনী যেমন বাংলা সাহিত্যে আমরা পড়ে থাকি, তেমনই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ভ্রমণ। দেশ বিদেশ ভ্রমণ করা শুধুই বিনোদন নয়, কখন যেন আবশ্যক হয়ে উঠেছে। ভ্রমণের ফলে মন শরীর সুস্থ থাকে জানতে পেরে ভ্রমণের স্বাদ পেতে সাধও বেড়ে গিয়েছে অনেকটাই। 

  ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়


আর সে কারণেই চাকরির সুযোগ বেড়েছে হু হু করে। দেশের প্রায় সমস্ত রাজ্য সরকার পর্যটন নিয়ে বাড়তি উদ্যোগী হয়েছে। তৈরী হয়েছে একের পর এক এজেন্সি। ক্রমশ বাড়ছে হোটেল…  ফলে যুব সম্প্রদায়ের কাছে উপার্জনের দরজা খুলে গিয়েছে। কিন্তু তার জন্য চাই সঠিক অধ্যাবসায়। তাই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) ট্রাভেল টুরিজমে বিবিএ কোর্স শুরু করেছে। অনেক কম কোর্স ফি দিয়ে ছাত্রছাত্রীরা এখানে পঠনপাঠনের সুযোগ পাবেন।



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১০+২ সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করে সিইটি-র মাধ্যমে এই কোর্সে ভর্তি হতে পারবেন যে কোনও (বিজ্ঞান, বাণিজ্য ও কলা) বিভাগের পড়ুয়া।

তিন বছরের কোর্স 

(৬ টি সেমেস্টার)

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩ হাজার ৩৫০ টাকা 

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 


 ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা

সিলেবাস জানার জন্য এই লিংক কপি করে ক্লিক করুন 




 

কী কী পদে চাকরির সম্ভাব্না ?

Travel Agent

Hotel Manager

Spa Manager

Tour operator

Event and Conference Organiser

Tour Guide

Executive Chief

PR Manager

Travel Agency Staff

Travel and Tourism Consultant

Ticketing Staff

Airlines Employee

Entrepreneur

 






ফুড সায়েন্স ও টেকনোলজি

 

ফুড সায়েন্স টেকনোলজি

                 

খাদ্য, বস্ত্র বাসস্থান। বেঁচে থাকার জন্য মানুষের এই তিনটি জিনিস প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে। এই তিনটি জিনিস যতটা সম্ভব উন্নত করার চেষ্টাও করে মানুষ। তার মধ্যে খাদ্যের সঙ্গে জড়িয়ে থাকে শরীর মনের উন্নতি বা অবনতির সম্পর্ক।

 


                                মৌলানা
 আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সে কারণে খাদ্যের মানের উন্নয়ন প্রত্যেকের কাছেই প্রধান লক্ষ্য থাকে। আর সে কারণেই এই দিকে লক্ষ্য রেখে খাদ্যের নানা সামগ্রী নানা ভাবে উন্নত মানের তৈরী করে মানুষের কাছে তুলে ধরার জন্য গোটা দেশে নানা কোম্পানি গড়ে উঠেছে। আর সে দিকে লক্ষ্য রেখেই খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। আর তাই চাকরির দিগন্ত খুলে গিয়েছে। নানা সংস্থায় ফুড সায়েন্স টেকনোলজি বিষয়ে জ্ঞান থাকা মানুষের চাহিদাও বেড়েছে। বাড়ছে নিয়োগও। আর সে দিকে লক্ষ্য রেখেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) স্নাতক স্নাতকোত্তরে এই কোর্স শুরু করেছে।

 

স্নাতক স্তরে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিকে, 10+2 অবশ্যই বিজ্ঞান (পদার্থ, রসায়ন গণিত ) বিষয় নিয়ে পাশ করতে হবে। 

স্নাতক কোর্স করতে সময় লাগবে বছর। 

স্নাতকের কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা। (তিন বছরে অর্থাৎ ৬টি সেমিস্টারে)

                                        

                            ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

                                                             তিন বছরের কোর্স 

(৬ টি সেমেস্টার)

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা 

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 


কী কী পদে চাকরির সম্ভাব্না ?

Food Technologist

2.    Nutritional Therapist

3.    Product Development Scientist

4.    Quality Manager

5.    Regulatory affairs Officer

6.    Scientific laboratory Technician

7.    Technical Brewer

8.    Production Manager

9.    Purchasing Manager

1               Toxicologist





                             ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা



                                             

 





  ধন্যবাদ



শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

'সাইবার সিকিওরিটি', পেশাগত জীবনের নিরাপদ মঞ্চ

'সাইবার সিকিওরিটি'

পেশাগত জীবনের নিরাপদ মঞ্চ

 



 ব্যবসা বা বাণিজ্যের সঙ্গে সুরক্ষা ও তথ্য গোপনীয়তা নামক দুটি শব্দ ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল আছে এবং থাকবেও। যে কোনও ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে চাইলে বা  প্রতিযোগিতায় টিকে  থাকতে গেলে অবশ্যই সাফল্যের চাবিকাঠি এবং কিছু তথ্যের গোপনীয়তা প্রয়োজন। অতীতে যে কোনও বাণিজ্য সংস্থার কয়েকজন মানুষের ওপরে সেই গুরু দায়িত্ব থাকত। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমে আমরা যত বেশি করে অগ্রসর হয়েছি ততই প্রযুক্তি নির্ভরতা বেড়েছে। তথ্য বা ডেটা সুরক্ষিত করার জন্যও বেছে নিয়েছি সাইবার দুনিয়াকে। আর এই সাইবার নিৰ্ভরতা বেড়ে যেতেই সেখানেও হানা দিতে শুরু করেছে বেশ কিছু শক্তি। সাইবার বিষয়ে অভিজ্ঞ দুষ্ট শক্তি। সেই অসাধু শক্তির থেকে ব্যবসার সমস্ত তথ্য সুরক্ষিত রাখাই এখন যে কোনও ব্যবসা বা বাণিজ্যের সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট ) শুরু হয়েছে সাইবার সিকিওরিটির স্নাতকের কোর্স . 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


 ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে


বিএসসি আই টি (সাইবার সিকিওরিটি) কোর্সে ভর্তির জন্য ফর্ম পূরণ চলছে।

১০+ সমতুল্য কোনও পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাশ করা পড়ুয়া  সিইটি- মাধ্যমে এই কোর্সে ভর্তি হতে পারবেন।

 

তিন বছরের কোর্স 

(৬ টি সেমেস্টার)

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা 

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 


ভালোর উল্টোদিকে যেমন খারাপ থাকে তেমনই, এই অসাধু চক্রের বিরুদ্ধে রয়েছে নতুন প্রজন্মের বুদ্ধি ও মেধা। আর তাকে কাজে লাগিয়েই এই অসাধু চক্রের পথকে বন্ধ করার চেষ্টা চলছে সর্বত্র। সেখানেই প্রয়োজন 'সাইবার সিকিওরিটি' সম্পর্কে দক্ষ তরুণ প্রজন্মকে। যাঁদের হাত ধরে অনায়াসেই রুখে দেওয়া যাবে অশুভ শক্তিকে। সর্বত্র ব্যবসা বাণিজ্যের সমস্ত তথ্য বাঁচানো সম্ভব হবে।

           

 

এই কারণেই সাইবার সিকিওরিটি সম্পর্কে দক্ষ ব্যক্তিদের নিজেদের জীবনকে সাজিয়ে নেওয়ার সময় এসেছে। পেশাগত দিক থেকেও এটা সকলের ক্ষেত্রে বেশ লাভজনক। তথ্যে প্রকাশ, ভারতের এক বাণিজ্য সংস্থা সংগঠন জানিয়েছে, ২০২০ সালের মধ্যে ভারতে প্রায় ১০ লক্ষ সাইবার সিকিওরিটি সম্পর্কে দক্ষ মানুষের প্রয়োজন পড়বে। তাঁদের কাছে পেশার একটা বড় সম্ভাবনা শুরু হবে। ওই সংস্থার এক কর্তা জানান, আমাদের দেশ ভারতবর্ষ যত 'ডিজিটাল ইন্ডিয়ার' দিকে এগিয়ে যাবে ,ততই এই মানুষদের বেশি করে প্রয়োজন হয়ে পড়বে।  তরুণ তরুণীদের কাছে এটা একটি বড় সুযোগ। বাণিজ্যিক সংস্থাগুলিও নিরাপদে ব্যবসা করতে পারবেন এবং তরুণ তরুণীরাও নিজেদের জীবনের ইমারতকে মজবুত করতে পারবেন। এই চাহিদায় ভাটা পড়ার সম্ভাবনা নেই বলেই জানান বিশেষজ্ঞরা।

 ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা

 

 এক আন্তর্জাতিক গ্লোবাল নেটওয়ার্কিং সংস্থা যারা সাধারণত ট্যাক্স, অডিট এবং নানা বিষয়ে কাজ করে থাকেন তাঁরা তাঁদের সংস্থায় সাইবার সিকিওরিটি জানা দক্ষ কর্মীদের জন্য আরও পেশা গত সম্ভাবনা উন্মুক্ত করেছে। পদের সংখ্যা বাড়িয়েছে প্রায় দ্বিগুন। বিভিন্ন সরকারি দফতরেও এই বিষয়ে দক্ষ ব্যক্তিদের বিশেষ প্রয়োজন। তাই, এটা বলাই যায়, পেশার দিক থেকে 'সাইবার সিকিওরিটি' উজ্জ্বল ভবিষ্যতের এক অন্যতম সুরক্ষিত মঞ্চ।

 

যে সমস্ত পদে নিয়োগের সম্ভাবনা

নেটওয়ার্ক সিকিওরিটি ইঞ্জিনিয়ার

সাইবার সিকিওরিটি ম্যানেজার

সিকিওরিটি আর্কিটেক

সাইবার সিকিওরিটি এনালিটিক্স

চিফ ইনফরমেশন সিকিওরিটি অফিসার

সাইবার সিকিওরিটি ম্যানেজার

অন্যান্য


 









ধন্যবাদ

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...