শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

ফুড সায়েন্স ও টেকনোলজি

 

ফুড সায়েন্স টেকনোলজি

                 

খাদ্য, বস্ত্র বাসস্থান। বেঁচে থাকার জন্য মানুষের এই তিনটি জিনিস প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে। এই তিনটি জিনিস যতটা সম্ভব উন্নত করার চেষ্টাও করে মানুষ। তার মধ্যে খাদ্যের সঙ্গে জড়িয়ে থাকে শরীর মনের উন্নতি বা অবনতির সম্পর্ক।

 


                                মৌলানা
 আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সে কারণে খাদ্যের মানের উন্নয়ন প্রত্যেকের কাছেই প্রধান লক্ষ্য থাকে। আর সে কারণেই এই দিকে লক্ষ্য রেখে খাদ্যের নানা সামগ্রী নানা ভাবে উন্নত মানের তৈরী করে মানুষের কাছে তুলে ধরার জন্য গোটা দেশে নানা কোম্পানি গড়ে উঠেছে। আর সে দিকে লক্ষ্য রেখেই খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। আর তাই চাকরির দিগন্ত খুলে গিয়েছে। নানা সংস্থায় ফুড সায়েন্স টেকনোলজি বিষয়ে জ্ঞান থাকা মানুষের চাহিদাও বেড়েছে। বাড়ছে নিয়োগও। আর সে দিকে লক্ষ্য রেখেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) স্নাতক স্নাতকোত্তরে এই কোর্স শুরু করেছে।

 

স্নাতক স্তরে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিকে, 10+2 অবশ্যই বিজ্ঞান (পদার্থ, রসায়ন গণিত ) বিষয় নিয়ে পাশ করতে হবে। 

স্নাতক কোর্স করতে সময় লাগবে বছর। 

স্নাতকের কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা। (তিন বছরে অর্থাৎ ৬টি সেমিস্টারে)

                                        

                            ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

                                                             তিন বছরের কোর্স 

(৬ টি সেমেস্টার)

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকা 

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 


কী কী পদে চাকরির সম্ভাব্না ?

Food Technologist

2.    Nutritional Therapist

3.    Product Development Scientist

4.    Quality Manager

5.    Regulatory affairs Officer

6.    Scientific laboratory Technician

7.    Technical Brewer

8.    Production Manager

9.    Purchasing Manager

1               Toxicologist





                             ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা



                                             

 





  ধন্যবাদ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...