সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

এক ঝলকে ম্যাকাউটের স্নাতকের কোর্স

 

এক ঝলকে ম্যাকাউটের 

স্নাতকের  কোর্স

 

 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হরিণঘাটা , নদীয়া 

রাজ্যে মেধার কোনও অভাব নেই বলেই মনে করে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় তাই উচ্চ মাধ্যমিকের পরে যে সমস্ত পেশাগত কোর্স নিয়ে পড়াশুনা করলে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সমস্ত কোর্স ইতিমধ্যেই চালু করেছে ম্যাকাউট। নিচে একঝলকে সেগুলির তালিকা দেওয়া হল। বিশদে জানার জন্য অবশ্যই ম্যাকাউটের স্কুল কানেক্ট প্রোগ্রামে অংশ নিন। প্রতিটি কোর্সের সম্পর্কে পৃথক তথ্য আপনারা পেয়ে যাবেন।  প্রয়োজনে ম্যাকাউটের অধ্যাপকের সঙ্গেও সরাসরি কথা বলতে পারবেন আপনারা।




মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রবেশ পথ 


হরিণঘাটা ক্যাম্পাসে পড়ানো হয়

তিন বছরের কোর্স


(১০+ তে শুধুমাত্র বিজ্ঞান শাখায় পাশ করেছে রকম পড়ুয়াদের জন্য )


কমন এন্ট্রান্স টেস্ট বা সিইটি নামক প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই কোর্সগুলিতে ভর্তি হতে হয়

1.       B.Sc. in IT (Artificial Intelligence)

2.       B.Sc. in IT (Cyber Security)

3.       B.Sc. in IT (Data Science)

4.       B.Sc. in IT (Block chain Technology)

5.       B.Sc. in IT (Big Data Analytics)

6.       B.Sc. in IT (Internet of Things)

7.       B.Sc. in IT (Cryptography & Networking Security)

8.       B.Sc. with Mathematics and Computer Applications

9.       B.Sc. in Food Science & Technology

1    B.Sc. in Biotechnology

1    B.Sc. in Forensic Science

                 B.Sc. in Material Science

                 B.Sc. in Bioinformatics

       B.Sc. in Robotics & 3D Printing

             



হরিণঘাটা ক্যাম্পাসে পড়ানো হয়

 

( ১০+ তে যে কোনও শাখায় পাশ করেছে রকম পড়ুয়াদের জন্য )

কমন এন্ট্রান্স টেস্ট বা সিইটি নামক প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই কোর্সগুলিতে ভর্তি হতে হয়


1.   BBA

2.   BBA in Digital Marketing

3.   BBA in Hospital Management

4.   BBA in Travel and Tourism

5.   BBA in Business Analytics  

     B.Sc. in Psychology

6.   B.Sc. in Multimedia Science, Augmented & Virtual Reality

7.   B.Sc. in Animation, Film Making, Graphics & VFX

8.   B.Sc. in Media Science

9.   B.Sc. in Gaming & Mobile Application Development

           B.Sc. in Economics

 

১০+২ তে ইংরেজি এবং গণিত / স্ট্যাটিস্টিক্স / বিজনেস ম্যাথেমেটিক্স / ইনফরমেশন প্র্যাকটিস / আইটি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার এপ্লিকেশন থাকলে 

Bachelor in Computer Application (BCA)

    B.Sc. in Statistics


ম্যাকাউটে পঠনপাঠনের কিছু সুবিধা

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র

) সরকারি নোডাল বিশ্ববিদ্যালয়

) সাধ্যের মধ্যে পড়াশুনার খরচ

) কোর্সের শেষে চাকরির জন্য সাহায্য

) ছাত্রছাত্রীদের থাকার জন্য নামমাত্র খরচে হস্টেলের ব্যবস্থা

) স্মার্ট ক্লাসরুম

) অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক

) সবুজ পরিবেশ

) শরীরচর্চার জন্য ছাত্র ছাত্রীদের পৃথক মাল্টিজিম

) প্রশস্ত খেলার মাঠ

১০) অত্যাধুনিক পরীক্ষাগার

১১) সুন্দর সাজানো বাগান

১২) প্রচুর গাছ

১৩) স্ট্রিট লাইব্রেরি 

১৪) অত্যাধুনিক বৃহৎ লাইব্রেরি

১৫) কমন রুম

১৬) ওয়ার্কশপ

১৭) অত্যাধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস রুম

১৮) ক্যাম্পাসের মধ্যে ক্যাফেটেরিয়া, ক্যান্টিন বিভিন্ন দোকান

১৯) সামাজিক কাজে যুক্ত থাকার সুযোগ

২০) নিজস্ব প্রকাশনা

২১) ভাষার উন্নতির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা   

২২) সুবিশাল ক্যাম্পাস



বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 

ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...