রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বিবিএ (ডিজিটাল মার্কেটিং), ভবিষ্যৎ গড়ার সহায়ক

 

ভবিষ্যৎ গড়ার  সহায়ক


বিবিএ ( ডিজিটাল মার্কেটিং)

 


কোনও ব্যবসায়িক সংস্থা, সংগঠন বা যে কোনও রকমের প্রতিষ্ঠানই হোক না কেন মার্কেটিং হল তার প্রধান অন্যতম লক্ষ্য। যদি সেই সংস্থার সঠিকভাবে প্রচার না থাকে, যদি সেই সংস্থা মানুষের কাছে পৌঁছাতে না পারে তাহলে তার অস্তিত্ব সঙ্কটে পড়ে যায়। মার্কেটিং ছাড়া লড়াই করা দূরে থাকে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কার্যত অসম্ভব। তাই নিজের অনুকুলে মার্কেটিং বা প্রচার হল সমস্ত কিছুর অন্যতম শর্ত। বহুকাল আগে থেকেই এই মার্কেটিং নানা ভাবে হয়ে এসেছে। সময়ের সঙ্গে তার মাধ্যম বদলেছে, কিন্তু মার্কেটিং এর প্রয়োজনীয়তা এতটুকুও কমেনি, উত্তরোত্তর  বেড়েছে  



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)



তেমনই বর্তমানে মার্কেটিং এর একটা বড় অংশ দখল করে নিয়েছে ডিজিটাল মাধ্যম। সেই ডিজিটাল মার্কেটিং এর বড় অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। বর্তমানে অনলাইন প্রক্রিয়ায় মার্কেটিং ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। কোভিড পরবর্তী সময়ে ডিজিটাল মার্কেটিং কার্যত প্রধান ভরসার জায়গা নিয়েছে। তাই ক্ষেত্রে চাকরির সুযোগ বেড়েছে অনেকটাই। ডিজিটাল মাধ্যম বর্তমানে মার্কেটিং এর প্রধান মাধ্যম হিসেবে গণ্য হচ্ছে। কারণ এক সঙ্গে সহজে বহু মানুষের কাছে যে কোনও প্রতিষ্ঠান বা সংস্থা পৌঁছে যাচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তাই চাকরি বা ব্যবসা সমস্ত কিছুর ক্ষেত্রেই এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা তুঙ্গে।

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় 

সে কারণে ইতিমধ্যেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) এর হরিণঘাটা ক্যাম্পাসে বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং কোর্স চলছে। ১০+২ সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে ম্যাকাউটের কমন এন্ট্রান্স টেস্টে পাশ করলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। স্নাতকের এই কোর্সের চাহিদা যেভাবে বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে পড়ুয়াদের মধ্যেও এই কোর্সের জনপ্রিয়তা বেড়েছে।                  






















                         তিন বছরের কোর্স 

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে

কোর্স ফি লক্ষ ৩৩৫০ টাকা 

বিশদ তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে

https://makautwb.ac.in

অথবা ফোন করুন

8017669359 

ছাত্র-ছাত্রীদের হস্টেলের সুবিধা

কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে ?

Data Analytics Agencies

Entrepreneur

Digital Marketing Agencies

IT & Software Companies

Online News Portals

Magazines and Similar Publications.

আরও অনেক 


 কী কী পদে নিয়োগের সম্ভাবনা ?

Digital marketing strategist

Digital marketing executive

Social media specialist

Email marketing specialist

Web Analyst

Online reputation manager

Teacher

আরও অনেক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...