সোমবার, ১০ মে, ২০২১

বাড়িতে বসেই বিনামূল্যে শিখুন Animated Presentation

 

বাড়িতে বসেই বিনামূল্যে শিখুন Animated Presentation

 


 

অতিমারীর সময় থেকেই অনলাইন শিক্ষা প্রায় আবশ্যিক হয়ে উঠেছে। তাই অনলাইনে এই পাঠদানের পদ্ধতির উন্নতি করার প্ৰায়োজন হয়ে পড়েছে। বিভিন্ন মাধ্যমে অনলাইনে ক্লাস হলেও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশন এর ক্ষেত্রে Animated Presentation এর প্রয়োজন হয়ে পড়েছে। সে কথা মাথায় রেখে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট এর উপাচার্য মাননীয় অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে সকলকে বিনামূল্যে Animated Presentation শেখাতে উদ্যোগী হয়েছে স্কুল কানেক্ট টিম। ম্যাকাউটের আইটি সেল এই প্রশিক্ষণ দেবেন।

শুধু পাঠদান নয়, যে কোনও কাজে Animated Presentation ভীষণ প্রয়োজন। তাই ছাত্রছাত্রী , শিক্ষক সহ যে কেউ এই কাজ শিখতে পারেন।

 

প্রতি রবিবার এই ক্লাস হবে. চলতি বছরের জুন মাস থেকেই শুরু হবে ক্লাস। মোট ১০টি ক্লাস হবে।   কোর্সের শেষে পরীক্ষার পরেই শংসাপত্র দেওয়া হবে

 

দ্রুত রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই লিঙ্কে

 

https://bit.ly/2RBwftI

 

বিশেষ ঘোষণা : প্রথম হাজার জনকেই ক্লাসে যুক্ত করা হবে. তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করুন।  রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা ৩১ মে, ২০২১।  কিন্তু তার আগে হাজার জনের রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বন্ধ করা হবে।         

 

আরও বিস্তারিত জানতে দেখুন schoolconnect.makautwb.ac.in 






মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়




ধন্যবাদ 

শুক্রবার, ৭ মে, ২০২১

'তোমাদের কথা,' এ বার শুধু বলবে তোমরা - শুনবে গোটা দেশ

 

‘তোমাদের কথা

 


বার শুধু বলবে তোমরা, শুনবে গোটা দেশ.......

(আর তোমাদের সেই ভিডিও থেকে যাবে অনলাইন প্ল্যাটফর্মে) 

বক্তার আসনে থাকবে স্কুলের যে কোনও ক্লাসের পড়ুয়া।


আনন্দ, হুল্লোড় আর জমিয়ে আড্ডা হবে ম্যাকাউটের সঙ্গে..........

 

করোনার অতিমারীর সময়ে সারাদিন তোমরা কি করো? কাদের সঙ্গে সময় কাটাও ? সারাদিন বাড়িতে বসে বিরক্তি বাড়ছে ? কোনও চিন্তা নেই. নিজেদের মনে যা আছে এবারে বলে ফেলো সক্কলের সামনের। পড়াশোনার শেষে চলো অনলাইনে আমরা জমিয়ে আড্ডা শুরু করি।   

 


প্রতিদিন সন্ধ্যায় অনলাইনে পড়ুয়াদের কথা শুনতে, তাদের সঙ্গে দেদার আড্ডা দিতে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাকাউট -এর মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের নয়া উদ্যোগ 'তোমাদের কথা '. ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের আয়োজিত এই অনুষ্ঠানে থাকবে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই অতিমারির সময়ে তারা বাড়িতে কী করছে , কি ভাবে সময় কাটাচ্ছে সে সব নিয়েই সন্ধ্যা ৬টা থেকে কয়েক ঘন্টার আড্ডা হবে। অনলাইনে পর্দায় ভেসে উঠবে তাদের ছবি এবং তাদের পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের টুকরো স্মৃতি।  দেখবে গোটা বিশ্ব। 

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে নিজেদের কিছু তথ্য মেল করতে হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে একদল পড়ুয়াকে।  প্রায় একমাস ধরে অনলাইনে চলবে এই অনুষ্ঠান। 

 

আর দেরি না করে পাঠিয়ে দাও নিজেদের তথ্য :  

এই মেল আইডিতে

tomaderkathamakaut@gmail.com

 

. পড়ুয়ার নিজের ছবি এবং নাম

. স্কুলের নাম

. কোন ক্লাসে পড়াশুনা করছো

. কোন জেলায় থাকো 

. ফোন নম্বর

. মেল আইডি

. বাড়িতে কাদের সঙ্গে থাকো ?

. বাড়িতে কোনও পোষ্য আছে কি না ?

. বাড়িতে কত সময় গল্পের বই পড় ?

১০এই সময়ে বন্ধুদের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখো ?

১১. ঘুম থেকে কখন ওঠো ?

১২. কখন ঘুমাতে যাও ?  

১৩. কী করতে সব থেকে ভাল


 

সিলেক্ট হলে ম্যাকাউট স্কুল কানেক্ট টিমের সদস্যরা সরাসরি ফোন করে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লিঙ্ক পাঠাবেন এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন।

 




 

আরও বিস্তারিত জানার জন্য চোখ রাখুন:

schoolconnect.makautwb.ac.in

ধন্যবাদ। ভালো থেকো। কোভিড বিধি মেনে চলো।

স্কুল কানেক্ট টিম, ম্যাকাউট 

 

মঙ্গলবার, ৪ মে, ২০২১

মন ভাল রাখতে উদ্যোগী ম্যাকাউট

 

মন ভাল রাখতে উদ্যোগী ম্যাকাউট

 

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


আলো বলে অন্ধকার তুই বড় কালো

অন্ধকার বলে ভাই তাই তুমি আলো

 


জীবনে অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না।  তেমনি দুঃখ না থাকলে সুখের আনন্দ ফিকে হয়ে যা।  কিন্তু দুঃখের সময়, খারাপ সময়ে নিজেকে সামলে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। তার জন্য মনকে শক্ত করতে হয়, যেটা মোটেই সহজ কাজ হয়ে ওঠে না।  বর্তমানে করোনার আবহে  কারোর মন ভাল নেই, জনজীবন থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছি।  তাই এই অবস্থায় পড়ুয়া এবং সাধারণ মানুষের পাশে থাকতে, তাঁদের মনের ক্ষমতা বৃদ্ধি করতে মাননীয় উপাচার্য  মহাশয়ের পরামর্শে অনলাইনে এক উদ্যোগ নিয়েছে আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।

মে থেকে সুর হয়েছে দুঃখ - অবসাদ- ননদ শীর্ষক এক আলোচনা। যেখানে যোগ দিচ্ছেন দিচ্ছেন অভিজ্ঞ মানুষেরা। রামকৃষ্ণমিশন সারদাপীঠ, ভারত সেবাশ্রম সঙ্ঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বক্তারা আমাদের পথ দেখাচ্ছেন।  সন্ধ্যা ৬টায় অনলাইনে এই অনুষ্ঠান চলছে।  প্রায় দুমাস ধরে এই অনুষ্ঠান চলবে। 




বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন।   


https://us02web.zoom.us/webinar/register/WN_KIQVaUGOR-OhhwkFVYe1WQ


বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

গাছ বসিয়ে নিজেকে করে তোলো বৃক্ষবন্ধু




গাছ বসিয়ে নিজেকে করে তোলো বৃক্ষবন্ধু

 



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট প্রোগ্রামের এক প্রয়াস


পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষা করা পড়ুয়াদের অন্যতম কর্তব্য। আর সেই কর্তব্য পালনে প্রধান ভূমিকাই হল বেশি করে গাছ বসানো এবং তাদের রক্ষা করা।  কারণ আমাদের পরিবেশকে শুদ্ধ রাখতে প্রধান ভূমিকা পালন করে গাছ। সমগ্র পরিবেশের ভারসাম্য রক্ষা করার অন্যতম বন্ধু হল তারা।  তাই চলো, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি।


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সমস্ত কোভিড বিধি পালন করে বাড়ির আশেপাশে যে কোনও গাছ বসাই। গাছ শুধু বসালেই হবে না, আমাদের পরম বন্ধুকে সযত্নে লালন পালন করে বাঁচিয়ে রাখতে হবে।  নিয়ম করে তাতে জল দেওয়া, অন্য্ কারোর আক্রমণ থেকে আমাদের এই পরম বন্ধুকে বাঁচানোর জন্য ছোট অবস্থায় তার চারিপাশ ঘিরে দেওয়া সহ অন্তরের ভালবাসা দিয়ে সেই বন্ধুকে আগলে রাখতে চলো শুরু করি গাছ বসানো অভিযান।

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শ মেনে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিম উদ্যোগ নিয়েছে পাড়ায় পাড়ায় , বাড়িতে বাড়িতে যেন সকলেই হয়ে ওঠে বৃক্ষবন্ধু। সমস্ত কোভিড বিধি মানতেই হবে, তাই বন্ধু পরিচিতদের ফোন করে জানিয়ে দাও সকলকে বৃক্ষবন্ধু হতে হবেই। যারা গাছ বসিয়ে ছবি তুলে পাঠাবে তাদের সকলকেই দেওয়া হবে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৃক্ষবন্ধু শংসাপত্র। তাই আর দেরি নয়।




কী কী তথ্য পাঠাতে হবে ?

. পড়ুয়ার নাম :

. পড়ুয়ার স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয়ের নাম :

. কোন ক্লাসে পড়াশোনা করে  ? 

. যে গাছ বসালে তার নাম :

. সেই গাছের সম্পর্কে বিশেষ কী জানো ?

. নিজের মেল আইডি :

. নিজের ফোন নম্বর :

. সেই গাছ বসিয়ে পরিচর্যা করছ রকম ছবি

 

এই সমস্ত তথ্য এবং ছবি পাঠিয়ে দাও

৩১ মে, ২০২১ -এর  মধ্যে

treemakaut21@gmail.com

এই মেল আইডিতে

স্নাতক স্তরের পড়ুয়ার জন্য এই কাজ MAR  হিসেবে গণ্য হবে


 

ধন্যবাদ 

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...