মঙ্গলবার, ৪ মে, ২০২১

মন ভাল রাখতে উদ্যোগী ম্যাকাউট

 

মন ভাল রাখতে উদ্যোগী ম্যাকাউট

 

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


আলো বলে অন্ধকার তুই বড় কালো

অন্ধকার বলে ভাই তাই তুমি আলো

 


জীবনে অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না।  তেমনি দুঃখ না থাকলে সুখের আনন্দ ফিকে হয়ে যা।  কিন্তু দুঃখের সময়, খারাপ সময়ে নিজেকে সামলে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। তার জন্য মনকে শক্ত করতে হয়, যেটা মোটেই সহজ কাজ হয়ে ওঠে না।  বর্তমানে করোনার আবহে  কারোর মন ভাল নেই, জনজীবন থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছি।  তাই এই অবস্থায় পড়ুয়া এবং সাধারণ মানুষের পাশে থাকতে, তাঁদের মনের ক্ষমতা বৃদ্ধি করতে মাননীয় উপাচার্য  মহাশয়ের পরামর্শে অনলাইনে এক উদ্যোগ নিয়েছে আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।

মে থেকে সুর হয়েছে দুঃখ - অবসাদ- ননদ শীর্ষক এক আলোচনা। যেখানে যোগ দিচ্ছেন দিচ্ছেন অভিজ্ঞ মানুষেরা। রামকৃষ্ণমিশন সারদাপীঠ, ভারত সেবাশ্রম সঙ্ঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বক্তারা আমাদের পথ দেখাচ্ছেন।  সন্ধ্যা ৬টায় অনলাইনে এই অনুষ্ঠান চলছে।  প্রায় দুমাস ধরে এই অনুষ্ঠান চলবে। 




বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন।   


https://us02web.zoom.us/webinar/register/WN_KIQVaUGOR-OhhwkFVYe1WQ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...