বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

গাছ বসিয়ে নিজেকে করে তোলো বৃক্ষবন্ধু




গাছ বসিয়ে নিজেকে করে তোলো বৃক্ষবন্ধু

 



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট প্রোগ্রামের এক প্রয়াস


পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষা করা পড়ুয়াদের অন্যতম কর্তব্য। আর সেই কর্তব্য পালনে প্রধান ভূমিকাই হল বেশি করে গাছ বসানো এবং তাদের রক্ষা করা।  কারণ আমাদের পরিবেশকে শুদ্ধ রাখতে প্রধান ভূমিকা পালন করে গাছ। সমগ্র পরিবেশের ভারসাম্য রক্ষা করার অন্যতম বন্ধু হল তারা।  তাই চলো, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি।


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সমস্ত কোভিড বিধি পালন করে বাড়ির আশেপাশে যে কোনও গাছ বসাই। গাছ শুধু বসালেই হবে না, আমাদের পরম বন্ধুকে সযত্নে লালন পালন করে বাঁচিয়ে রাখতে হবে।  নিয়ম করে তাতে জল দেওয়া, অন্য্ কারোর আক্রমণ থেকে আমাদের এই পরম বন্ধুকে বাঁচানোর জন্য ছোট অবস্থায় তার চারিপাশ ঘিরে দেওয়া সহ অন্তরের ভালবাসা দিয়ে সেই বন্ধুকে আগলে রাখতে চলো শুরু করি গাছ বসানো অভিযান।

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শ মেনে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিম উদ্যোগ নিয়েছে পাড়ায় পাড়ায় , বাড়িতে বাড়িতে যেন সকলেই হয়ে ওঠে বৃক্ষবন্ধু। সমস্ত কোভিড বিধি মানতেই হবে, তাই বন্ধু পরিচিতদের ফোন করে জানিয়ে দাও সকলকে বৃক্ষবন্ধু হতে হবেই। যারা গাছ বসিয়ে ছবি তুলে পাঠাবে তাদের সকলকেই দেওয়া হবে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৃক্ষবন্ধু শংসাপত্র। তাই আর দেরি নয়।




কী কী তথ্য পাঠাতে হবে ?

. পড়ুয়ার নাম :

. পড়ুয়ার স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয়ের নাম :

. কোন ক্লাসে পড়াশোনা করে  ? 

. যে গাছ বসালে তার নাম :

. সেই গাছের সম্পর্কে বিশেষ কী জানো ?

. নিজের মেল আইডি :

. নিজের ফোন নম্বর :

. সেই গাছ বসিয়ে পরিচর্যা করছ রকম ছবি

 

এই সমস্ত তথ্য এবং ছবি পাঠিয়ে দাও

৩১ মে, ২০২১ -এর  মধ্যে

treemakaut21@gmail.com

এই মেল আইডিতে

স্নাতক স্তরের পড়ুয়ার জন্য এই কাজ MAR  হিসেবে গণ্য হবে


 

ধন্যবাদ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...