শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

স্কুল শিক্ষার আরও উন্নতির লক্ষ্যে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের তিন দিনের অনলাইন সম্মেলন

 

স্কুল শিক্ষার আরও উন্নতির  লক্ষ্যে তিন দিন ব্যাপী প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সম্মেলন

 আমরা এগিয়ে চলি, একসঙ্গে

 



করোনা অতিমারির ফলে গত বছর থেকেই একের পর এক বাধার সম্মুখীন হয়েছে শিক্ষা ব্যবস্থা।  যদিও এই ব্যবস্থা থেমে থাকেনি। স্কুল-কলেজের সেই হট্টগোল, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং ক্লাসরুমে শিক্ষকদের সঙ্গে সরাসরি কোনও বিষয় নিয়ে আলোচনার রাস্তা বন্ধ হয়ে রয়েছে। আশা করা যায় দ্রুত আমরা অন্ধকার কাটিয়ে আলোয় ফিরব। কিন্তু ততদিন অনলাইন শিক্ষা ব্যবস্থায় কী ভাবে স্কুলের খুদে পড়ুয়ার শিশু মনকে অন্ধকারের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে শিক্ষার মূল স্রোতে টিকিয়ে রাখা যায় তার জন্য আলোচনা করতেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সম্মেলনের আয়োজন করেছে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিম।  

এই লিঙ্কে রেজিস্ট্রেশন করুন।

https://bit.ly/3gCkEFc

তার পর একটি কনফার্মেশন লিঙ্ক পাবেন।  অনুষ্ঠানের কিছু মিনিট আগে সেই কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে অনুষ্ঠানে যোগ দিন

অনুষ্ঠানে যোগ দিতে কোনও অসুবিধা হলে যোগাযোগ করো  8017669359 Whats App Text

৬, ৭ এবং ৮ মে, ২০২১ , সন্ধ্যা টায়



মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

 অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। অনুষ্ঠানে  থাকবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব (শিক্ষা) অধ্যাপক পার্থ কর্মকার মহাশয় সহ রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধানরা  .

 


মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


সরাসরি প্রশ্ন করুন , আলোচনা করুন এবং পরামর্শ থাকলে অবশ্যই সেটা সকলকে জানান। অনুষ্ঠানে যোগ দিতে এই লিংকে রেজিস্ট্রার করুন। স্কুল পড়ুয়ারাও কিছু জানাতে চাইলে কোনও সাহায্য চাইলে অনুষ্ঠানে যোগ দাও। 

 


ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...