বাড়িতে বসেই বিনামূল্যে কম্পিউটারের প্রোগ্রামিং শেখার সুযোগ
'সকলের জন্য কোডিং ,'
ম্যাকাউটের তরফে সদর্থক পদক্ষেপ
ছাত্র-ছাত্রী , অভিভাবক , শিক্ষক, শিক্ষাকর্মী যে কেউ এই ক্লাসে অংশগ্রহণ করতে
পারবেন....
(তবে তাঁকে অন্তত পঞ্চম শ্রেণী পাশ হতে হবে)
রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৪ মে, ২০২১
ক্লাস শুরু ২৯ মে ২০২১ থেকেই
· চার মাস পরে একটি পরীক্ষা
পরীক্ষায় উত্তীর্ন হলে শংসাপত্র
· প্রতি সপ্তাহে একদিন ক্লাস (শনিবার )
দিন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের ধরনের পরিবর্তন ঘটছে। ইতিমধ্যেই কম্পিউটার অপরিহার্য হয়ে উঠেছে। আগামী দিনে যে কোনও ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার
আরও বাড়বে বলেই ধারণা। সে ক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে এবং তার প্রোগ্রামিং সম্পর্কে দক্ষতা অর্জন ভীষণ গুরুত্বপূর্ণ।
তাই এ রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট-এর মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শ মেনে ম্যাকাউট সিদ্ধান্ত নিয়েছে শুধু মাত্র পড়ুয়া নয়, যে কেউ অনলাইনে কোডিং শিখতে পারেন... সকলকে বিনামূল্যে কোডিং অর্থাৎ প্রোগ্রামিং শেখানো হবে। তাদের প্রশিক্ষণ দেবে ম্যাকাউটের আইটি সেল। স্মার্ট ফোন, কম্পিউটার, ট্যাব বা ল্যাপটপ থাকলে বাড়িতে বসেই এই ক্লাস করা যাবে। আগামী মে মাস থেকেই ক্লাস শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন করার শেষ সময়. ২৪ মে, ২০২১. কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ন হলে শংসাপত্র দেওয়া হবে।
এর ফলে কম্পিউটার ব্যবহারে সকলের দক্ষতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত উপাচার্য মহাশয়ের।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন