শুক্রবার, ২৮ মে, ২০২১

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে, উদ্যোগী ম্যাকাউট

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে,

উদ্যোগী ম্যাকাউট 


জীবজগৎকে বাঁচাতে গেলে অবিলম্বে সকলকে এক যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।  আরও বেশি সচেতন হতে হবে পরিবেশ রক্ষায়।  তাই আসুন সকলে আগামী জুন শপথ গ্রহণ করি, আগামী বছর গুলিতে পরিবেশ রক্ষাই হোক আমাদের অন্যতম কর্তব্য। আর সেই পথ চলা শুরু হোক স্কুল পড়ুয়াদের হাত ধরে। 










সে কারণে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে আগামী জুন সারা দিন ধরে

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
পড়ুয়াদের সঙ্গে অনলাইনে মহা সমারোহে পালিত হোক বিষয় পরিবেশ দিবস। বছরের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার বা Restoration of Ecosystem পালনের মধ্যে দিয়ে পরিবেশ বাঁচাতে ব্রতী হই।      

 স্কুল পড়ুয়াদের সরাসরি যুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। ....

 

স্কুলের প্রধানদের কাছে অনুরোধ আপনারা নিম্নলিখিত পদক্ষেপগুলি করে ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন। ...

 

. ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দুটি পৃথক দল তৈরি করতে হবে..

. কোনও একজন শিক্ষক- শিক্ষিকার নেতৃত্বে এই দল গঠন করুন….

. পরিবেশ বিষয়ে সচেতন করতে তাদের সঙ্গে অনলাইনে আলোচনা করুন..

. কী ভাবে পরিবেশ রক্ষা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা যায় তা নিয়ে সকলকে একটি লেখা তৈরী করতে বলুন।  প্রয়োজনে প্রত্যেককে আপনারা সহযোগিতা করুন।

. প্রয়োজনে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরী করতে পারেন।

. যোগাযোগ করুন ম্যাকাউটের স্কুল কানেক্ট টিমের সঙ্গে।

. বিষয় পরিবেশ দিবসের দিনে অনলাইনে সেই সমস্ত পড়ুয়াদের সুযোগ দেওয়া হবে। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতেপারবে।  কম সময়ের মধ্যে পরিবেশ নিয়ে বক্তব্য পেশ করতে পারবে।   

. বিস্তারিত আপনাদের জানানো হবে, যোগাযোগ করুন schoolconnectmakaut19@gmail.com

only whats app 86177 03420

  


বিস্তারিত জানতে দেখুন schoolconnect.makautwb.net

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...