মাটি ছাড়া বাড়িতেই ফল ও সবজি চাষ করুন
বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে শিখে নিন তার উপায়
বাড়ির
ছাদে বা
ব্যালকনিতে, বাড়ির উঠানে বা একপাশে নিজের
পরিবারের জন্য সবজি ও ফল নিজেই
চাষ করুন। সেটাও আবার মাটি ছাড়া।
এমন
ভাবেই সকলকে বিনামূল্যে মাটি ছাড়া সবজি ও ফল চাষের
পদ্ধতি শেখাতে উদ্যোগী হল মৌলানা আবুল
কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।
বর্তমানে অতিমারীর সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কিন্তু তা সত্ত্বেও ফল, সবজি কিনতে বাজারে যেতেই হয়। কিন্তু বাড়িতেই যদি কম খরচ করে ফল ও সবজি উৎপাদন করা যায় তাহলে সকলেই উপকৃত হবেন। সে কথা মাথায় রেখেই ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় সকলকে এই পদ্ধতি শেখাতে উদ্যোগী হয়েছেন। ম্যাকাউটের আইটি সেলের প্রধান প্রীতিময় সান্যাল এই প্রশিক্ষণ দেবেন।
আগামী
২৭ মে, ২০২১ এর মধ্যে
নিজেদের নাম রেজিস্ট্রেশন করুন। আগামী ৩০ মে
সন্ধ্যা
৭
টা
থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। মাত্র চারদিন ক্লাস করেই নিজেদের বাড়িতে পরিবারের প্রয়োজন মত ফল ও
সবজি উৎপাদন করতে পারবেন আপনারাও।
এই
লিংকে
ক্লিক
করে
নাম
রেজিস্ট্রেশন
করুন
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন