বুধবার, ১৫ মে, ২০১৯


শিলিগুড়ির এডুকেশন ফেয়ারে মাকাউট,
পড়ুয়াদের কোর্স ও জীবিকার দিশা দেখালেন কর্তারা 


শিলিুগুড়ির সিটি সেন্টারে অনুষ্ঠান 
সম্প্রতি 11 এবং 12 মে শিলিগুড়ির সায়েন্স সিটিতে দুদিনের এডুকেশন সেমিনার ও ফেয়ারে অংশ নিয়েছিল বেশ কয়েকটি কলেজ ও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ (মাকাউট). সেখানে পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের বিভিন্ন পেশাগত কোর্স সম্পর্কে সচেতন করা হয়. বিভিন্ন নাচ গান ও বেহালা বাজিয়ে অনুষ্ঠান শুরু করে ছাত্রছাত্রীরা. ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন  মাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র.


উপাচার্য সৈকত মৈত্র

উপাচার্য ছাত্রছাত্রীদের জানান, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোর্স ও কোর্সের চাহিদারও পরিবর্তন হচ্ছে. ফলে পাল্টে যাচ্ছে চাকরির চাহিদার প্রকৃতিও. তার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে বলে পরামর্শ দেন তিনি.



উপাচার্য জানান, ভারতে এবং এ রাজ্যে প্রচুর পরিমাণে ফল ও শাকসব্জি পাওয়া যায়. সেগুলিকে কী ভাবে বিদেশে রপ্তানি করা যায় তার জন্যও পড়াশোনা প্রযোজন বলে জানান তিনি. এরপরে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি.


পড়ুয়ার মুখোমুখি উপাচার্য
মাকাউটের স্টল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...