বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯




জেনে তবেই পা বাড়াও 



পথ চলার আগে ভালো করে সেটা চিনে নেওয়াই উচিত। সেই কাজে পড়ুয়াদের সাহায্য করতে বদ্ধপরিকর মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট)। তাই বিভিন্ন কলেজে সচেতনতা শিবির আয়োজিত হচ্ছেই। সেখানে যোগ দিচ্ছেন মাকাউটের বিভিন্ন প্রতিনিধি। সম্প্রতি মেদিনীপুরের তাম্রলিপ্ত ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং টেকনোলজি আয়োজন করেছিল কেরিয়ার সচেনতনতার অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে মাকাউটের প্রতিনিধিরা শোনালেন বিভিন্ন কোর্স সম্পর্কে নানা ধারনা এবং চাকরি পাওয়ায় নানা সম্ভাবনার কথা ।











মাকাউটের অধ্যাপক শিবময় দাসগুপ্ত জানান, নতুন যারা নানা ধরনের কোর্স করবেন  তাদের আগে ওই কোর্স সম্পর্কে জেনে নেওয়া উচিত। তার জন্য মাকাউটের যে কোনো অধ্যাপকের সঙ্গে সরাসরি কথা বলানো হতে পারে বলেও আশ্বাস দেন  তিনি।  এর ফলে যে কোনো প্রশ্ন থাকলে তারা অধ্যাপকের সঙ্গে কথা বলা যেতে পারেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কলেজের ছাত্রছাত্রীরা।  সঙ্গে ছিলেন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া বহু ছাত্রছাত্রী। অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন কোর্স নিয়ে। মূলত, বিবিএ, বিবিএ ইন হসপিটাল  ম্যানেজমেন্ট, বিসিএ এবং বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে আলোচনা হয়. মাকাউটের উপাচার্য সৈকত মৈত্রের নানা পরামর্শ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়. 


1 টি মন্তব্য:

  1. ei universityr sobai ki ganja kheye thaken???? hazarbar dhore exam er date reschedule koren???? 2nd June 2019 (Sunday) oneker RRB JE er exam ache..... seta ki apnader matha khelyal ache???? lawrar university..... sunday te exam....

    উত্তরমুছুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...