বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

পেশাগত কোর্সে  ভর্তি নিয়ে সচেতনতা শিবির, মাকাউটের সল্টলেক ক্যাম্পাসে  

আমন্ত্রণ আগ্রহী ছাত্রছাত্রী ও অভিভাবকদের 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই উচ্চ শিক্ষার জন্য চিন্তিত পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। সেই দিকে লক্ষ্য রেখেই  সচেতনতা শিবির আয়োজন করেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী শুক্রবার ও শনিবার ৭ এবং ৮ জুন নন-বিটেক ৬৫টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স নিয়ে আলোচনা হবে. সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞরা। সমস্ত কোর্স নিয়ে তারা সরাসরি উত্তর দেবেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা প্রশ্নের।
চলতি বছরে মাকাউট হরিণঘাটা ক্যাম্পাসে কিছু নতুন কোর্স চালু করেছে। যেমন বিএসসি ইন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিএসসি ইন ইন্টারনেট অব থিংস , বিএসসি ইন ডেটা সায়েন্স , বিএসসি ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন ম্যাথেমেটিক্স ও কম্পিউটিং , বিবিএ ইন রিস্ক ম্যানেজমেন্ট এর মত স্নাতকের কোর্স। এছাড়াও এমএসসি ইন জেনেটিক্স, এমএসসি ইন মলিকিউলার বায়োলজি, এমএসসি ইন ক্লিনিক্যাল জেনেটিক্স এর মত স্নাতকোত্তর কোর্স। 
এর পাশাপাশি কেমন এন্ট্রান্স টেস্ট (সিইটি ) সম্পর্কেও আলোচনা হবে. 
সময় : বেলা ১১টা  থেকে ১ টা , দুপুর ২টো  থেকে ৪টে
স্থান : মাকাউটের সল্টলেক ক্যাম্পাস, সুইমিংপুলের কাছে



    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...