শুক্রবার, ২৮ জুন, ২০১৯
বুধবার, ২৬ জুন, ২০১৯
প্রি কাউন্সেলিং এর মেলায় মাকাউট
![]() |
মন্ত্রীর সঙ্গে উপাচার্য |
জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশের পরে হাজারো প্রশ্ন ঘুরপাক খায় ছাত্রছাত্রীদের মধ্যে। কোন কলেজে ভর্তি হবেন, কোথায় কোন বিষয়ে পড়াশুনা করলে আগামী দিন গুলি ভাল হবে ইত্যাদি। এক কথায় ভবিষত্যের জীবন সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে দুশ্চিন্তায় থাকেন তারা। তাদের সঠিক পথের দিশা দেখাতেই ২১ থেকে ২৪ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রি-কাউন্সেলিং এর মেলার আয়োজন করা হয়. উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের চার মন্ত্রী।পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু। সঙ্গে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র।
![]() |
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী |
উচ্চশিক্ষায় রাজ্যের বাইরে চলে যাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এই প্রবণতা আগেও ছিল. তবে এখন অনেক কমানো গিয়েছে। আরো কমাতে হবে. এ রাজ্যেই যে উচ্চশিক্ষার সমস্ত প্রতিষ্টান রয়েছে। কলকাতা ঘুরতে আসার মত এখানকার কলেজগুলিকেও ঘুরে দেখতে পরামর্শ দেন তিনি। এমনি টাকার এভাবে কোথাও ভর্তি হতে হলে অসুবিধা হলে বিকাশভবনে দেখে করার কথা জানান তিনি। তাঁর আশ্বাস সরকার সব সময় পাশে আছে. মন্ত্ৰীৰ এই কথা শুনে খুশি হন বহু অভিবাভবকেরা.
![]() |
বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র |
মাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র বলেন, পড়ুয়ারা যেন এই রাজ্যে থেকেই পড়াশোনা করতে পারে সে কারনে মাকাউট নিজেই হরিণঘাটার ক্যাম্পাসে বহু নতুন কোর্স চালু করেছে. যে সমস্ত কোর্স নিয়ে পড়তে গেলে জয়েন্টে বসার কোনো প্রয়োজনীয়তা নেই. সিইটি পরীক্ষার মাধ্যমেই সেই সমস্ত বিএসসি এবং বিবিএ কোর্স ভর্তি হওয়া যায়. সেই বিষয়ে ওই চারদিন মাকাউটের ক্যাম্পে যে সমস্ত অধ্যাপকেরা ছিলেন তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে সমস্ত কোর্স নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
শুধু তাই নয়, সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন মাকাউটের উপাচার্য। প্রতিটি ছাত্ৰতছাত্রীর আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেন তিনি। কোন কোর্স কি কি ধরনের চাকরির সুবিধা রয়েছে সেটাও বিস্তারিত ভাবে মেলার শেষ দিনেও ছাত্রছাত্রীরা জানিয়েছেন এই মেলা তাঁদের খুব সাহায্য করেছে। আপাই এর আয়োজিত এই মেলায় যোগ দিয়েছিল রাজ্যের নামিদামি কলেজগুলি।
![]() |
ছাত্রের প্রশ্নের উত্তর দিচ্ছেন উপাচার্য |
অভিভাবকদের কোর্সের খুঁটিনাটি বোঝাচ্ছেন মাকাউটের প্রতিনিধিরা.
বুধবার, ১৯ জুন, ২০১৯
পিজিইটি পরীক্ষার খুঁটিনাটি
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন-হাউস কোর্স ও রাজ্যে থাকা অনুমোদিত প্রায় দুশোর বেশি কলেজে স্নাতক স্তরের বিভিন্ন কোর্স এ ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা পিজিইটি২০১৯ ফর্ম পূরণ শুরু হয়েছে।
অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে - ১০জুন থেকে
ফর্ম পূরণের শেষ তারিখ ২৮ জুন
পরীক্ষার দিন পরে জানিয়ে দেওয়া হবে.
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গিয়ে বিশদে জানা যাবে www.wbut.ac.in
![]() |
বিজ্ঞপ্তি |
![]() |
অনুমোদিত কলেজের কোর্স |
ইনহাউস কোর্স
পড়াশুনা এখন আর নিষ্প্রাণ নয়, আনন্দদায়ক
কলকাতার এডুকেশন ফেয়ারে বললেন উপাচার্য
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ১, ২ এবং ৩ জুন হয়ে গেল এডুকেশন ফেয়ার। বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন নানা প্রশ্ন নিয়ে। সেখানে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভা. সেখানে নানা কোর্স নিয়ে আলোচনা তো হয়. পাশাপাশি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র ভয় ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন কোর্স নিয়ে তাদের পরামর্শ দেন. সেখানেই তিনি জানান, বর্তমানে আর কোনো পঠন পাঠন নিষ্প্রাণ নয়. পুরোটাই আনন্দদায়ক। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নতুন কোর্স চালু হতে চলেছে সেগুলিও যেমন চাকরির ক্ষেত্রে সম্ভাবনা বাড়াবে তেমনি জ্ঞানের ভান্ডারও বাড়বে।বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করে সমীক্ষা করে নিয়ে আসা হয়েছে নতুন কোর্স।
বিটেক কোর্স নিয়ে পড়াশুনা করতে গেলে জয়েন্ট পরীক্ষায় পাশ করতে হয়. কিন্তু পেশাগত বা প্রফেশনাল কোর্স নিয়ে পড়তে গেলে কমন এন্ট্রান্স টেস্ট দিতে হয়. এই ফেয়ারে সে সব নিয়ে বিস্তারিত আলোচনা হয়. ডাক্তারি পড়তে চেয়ে ব্যর্থ হলেও কিভাবে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা যায় সেটাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। চিকিৎসা ক্ষেত্রে কী ভাবে নানা আবিষ্কার করে আরও সহায়তা করা যায় সেই সব নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা। শনি, রবি ও সোমবার মেলায় ছিল উপচে পড়া ভিড়. গতানুগতিক পঠন পাঠনের বাইরে পেশাগত ও প্রযুক্তিগত কোর্স নিয়ে যে বাড়তি উন্মাদনা রয়েছে মেলার ভিড় থেকে সেটাই পরিষ্কার। পেশাগত কোর্স নিয়ে সচেতনতার কাজটিও করা হয় ওই মেলায়।
ওই ফেয়ারে যোগ দিয়েছিল বিভিন্ন কলেজ। তারাও বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের সঙ্গে এসে জীবনের আগামী দিনের পথ খোঁজার প্রাথমিক কাজটি করেন বহু ছাত্রছাত্রীরা।
ওই ফেয়ারে যোগ দিয়েছিল বিভিন্ন কলেজ। তারাও বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের সঙ্গে এসে জীবনের আগামী দিনের পথ খোঁজার প্রাথমিক কাজটি করেন বহু ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
পেশাগত কোর্সে ভর্তি নিয়ে সচেতনতা শিবির, মাকাউটের সল্টলেক ক্যাম্পাসে
আমন্ত্রণ আগ্রহী ছাত্রছাত্রী ও অভিভাবকদের
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই উচ্চ শিক্ষার জন্য চিন্তিত পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। সেই দিকে লক্ষ্য রেখেই সচেতনতা শিবির আয়োজন করেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী শুক্রবার ও শনিবার ৭ এবং ৮ জুন নন-বিটেক ৬৫টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স নিয়ে আলোচনা হবে. সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞরা। সমস্ত কোর্স নিয়ে তারা সরাসরি উত্তর দেবেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা প্রশ্নের।
চলতি বছরে মাকাউট হরিণঘাটা ক্যাম্পাসে কিছু নতুন কোর্স চালু করেছে। যেমন বিএসসি ইন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিএসসি ইন ইন্টারনেট অব থিংস , বিএসসি ইন ডেটা সায়েন্স , বিএসসি ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন ম্যাথেমেটিক্স ও কম্পিউটিং , বিবিএ ইন রিস্ক ম্যানেজমেন্ট এর মত স্নাতকের কোর্স। এছাড়াও এমএসসি ইন জেনেটিক্স, এমএসসি ইন মলিকিউলার বায়োলজি, এমএসসি ইন ক্লিনিক্যাল জেনেটিক্স এর মত স্নাতকোত্তর কোর্স।
এর পাশাপাশি কেমন এন্ট্রান্স টেস্ট (সিইটি ) সম্পর্কেও আলোচনা হবে.
সময় : বেলা ১১টা থেকে ১ টা , দুপুর ২টো থেকে ৪টে
স্থান : মাকাউটের সল্টলেক ক্যাম্পাস, সুইমিংপুলের কাছে
স্থান : মাকাউটের সল্টলেক ক্যাম্পাস, সুইমিংপুলের কাছে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়
অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩ ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...

-
অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩ ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...
-
বায়োলজিকাল ডেটার কোনও পরিবর্তন হচ্ছে না। কিন্তু বিভিন্ন ল্যাবে সেই ডেটা পুনর্মূল্যায়ন করতে গিয়ে পৃথক পৃথক ফল মিলছে। সম...
-
হসপিটাল ম্যানেজমেন্ট সাফল্যের গুরুত্বপূর্ণ চাবিকাঠি চাহিদা রয়েছে এমন দায়িত্বশীল এক পেশার মধ্যে ' হসপিটাল ম্যানেজমেন্ট ' উল...