রাজ্য স্তরের
অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা, ২০২০
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গ (ম্যাকাউট)- এর স্কুল কানেক্ট প্রোগ্রামের একটি কর্মসূচি
সদ্য
শেষ হয়েছে স্কুল পড়ুয়াদের রাজ্য স্তরের অনলাইন কুইজ প্রতিযোগিতা। মাননীয়
উপাচার্য
অধ্যাপক
সৈকত
মৈত্র
মহাশয়ের
পরামর্শে এবার তাদের জন্য অনলাইনে রাজ্য স্তরের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হল। মাননীয় উপাচার্য মহাশয় জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের মধ্যে যে নিজস্ব সত্ত্বা
রয়েছে এই সমস্ত কাজের
মাধ্যমে সেগুলি প্রকাশের সুযোগ করতে হবে। তাই শুধু কুইজ বা প্রবন্ধ নয়
বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সময়
মত সমস্মত কিছু জানানো হবে। বিস্তারিত নিয়মাবলী
নিচে
দেওয়া
হল।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে . রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রচুর সংখ্যক পড়ুয়ারা এতে যোগ দিচ্ছেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে ম্যাকাউটের তরফ থেকে শংসাপত্র দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে বিশেষ অভ্যর্থনা। তাদের ছবি প্রকাশ করা হবে ম্যাকাউটের ফেসবুক পেজে এবং ব্লগে। কোভিড পরিস্থিতির পরিবর্তনের পরে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হবে তাদের।
মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়
নিয়মাবলী :
১।
বাড়িতে বসেই অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে স্কুল পড়ুয়ারা. অনধিক ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখে পাঠিয়ে দাও……..
২।
প্রবন্ধ বাংলায়
লিখলে কেউ কোনও ওয়ার্ড ফাইল পাঠাবে না। খাতায় সুন্দর ভাবে লিখে ছবি তুলে পাঠাতে পারো। প্রবন্ধ ইংরাজিতে লিখলে সরাসরি ওয়ার্ড ফাইল পাঠিয়ে দাও । পিডিএফ ফাইল পাঠানো যেতে পারে।
৩।
প্রবন্ধের প্রতিটি পাতায় উল্লেখ থাকতে হবে :
প্রতিযোগীর
নাম-
স্কুলের নাম-
ফোন
নম্বর-
শ্রেণী
-
বিদ্যালয়ের যে কোনও পরিচয়পত্র-
প্রবন্ধ পাঠানোর
শেষ
তারিখ
: ২৫ ডিসেম্বর, ২০২০
ফলাফল ঘোষণার তারিখ জানতে চোখ রাখুন ম্যাকাউটের অফিসিয়াল ব্লগ এবং ফেসবুক পেজে
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গ (ম্যাকাউট)
শ্রেণি অনুসারে প্রবন্ধ:
প্রথম বিভাগ - ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
(যে কোনও একটি) Catagory -1
১.
নারীর ক্ষমতায়ন
২.
রোবটের দুনিয়া
৩.
প্রকৃতির বিলুপ্ত পাখিরা
প্রবন্ধ
পাঠানোর নম্বর -- ৯৬০৯৪১২২৭৩ অথবা
৮৭৭৭৮৯৫৬০৬
দ্বিতীয় বিভাগ - নবম ও দশম শ্রেণি (যে কোনও একটি) category -2
১.
যেখানে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে যাওয়ার পথও রয়েছে
২.
জীবন ভাল রাখার প্রধান চাবিকাঠি
হল হাসি
৩.
পৃথিবীর জলসঙ্কট ও সংরক্ষণের উপায়
প্রবন্ধ
পাঠানোর নম্বর - ৯৮৩০৮৮৪০৮১
তৃতীয় বিভাগ - একাদশ ও দ্বাদশ শ্রেণি (যে কোনও একটি) Category -3
১.
শিক্ষায় প্রযুক্তির অবদান
২.
শিল্পোদ্যোগের প্রয়োজনীয়তা
৩.
ভাল কাজ করতে সময় লাগে
প্রবন্ধ
পাঠানোর নম্বর - ৮২৪০০৫৭৫৩৮
অথবা schoolconnectmakaut19@gmail.com
ঘোষণা : প্রবন্ধ নিজে থেকে লিখবে। অন্য কোনও জায়গায় প্রকাশিত প্রবন্ধের সঙ্গে বেশিরভাগ মিল খুঁজে পেলে সেই প্রবন্ধ বাতিল করা হতে পারে।
-----------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন