শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

সাইবার অপরাধের শিকার হওয়া থেকে নিজে বাঁচুন , অপরকে বাঁচান

 

সাইবার অপরাধের শিকার হওয়া থেকে নিজে বাঁচুন , অপরকে বাঁচান






আয়োজক :  আইটি এবং স্কুল কানেক্ট বিভাগ , ম্যাকাউট পশ্চিমবঙ্গ

এই লিংকে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন।

https://bit.ly/3Lk9t1c


সাইবার নির্ভরতা যত বৃদ্ধি পাচ্ছে সঙ্গে বাড়ছে ঝুঁকিও।  কিন্তু তাই বলে থেমে যাওয়া সঠিক পথ নয় , ভাল করে জেনে শুনে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। 

তাই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের পড়ুয়াদের মাধ্যমে স্কুল পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু হচ্ছে। 

আগামী ১৭ ফেব্রুয়ারী, ২০২২ সন্ধ্যা .৩০ মিনিট থেকে অনলাইনে এই সচেতনতার শিবির শুরু হচ্ছে। ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগের তরফ থেকে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ সকলে এই অনুষ্ঠানে যোগ দাও এবং সঙ্গে অবশ্যই রাখো নিজেদের অভিভাবককেও।

স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করবেন এবং আপনারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 যোগাযোগ : 8017669359

এই লিংকে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন।

https://bit.ly/3Lk9t1c

আপনাদের মেল আইডিতে অনুষ্ঠানের লিঙ্ক পাঠানো হবে। 

 


স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য লিঙ্ক পাঠানো হবে।  

                                                         Thank You

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...