বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

উচ্চ মাধ্যমিকের টিপস্, ২৭ মার্চ সন্ধ্যা ৮ টা

উচ্চ মাধ্যমিকের টিপস্


 

 রবিবার 

২৭ মার্চ সন্ধ্যা  টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।


রেজিস্ট্রেশন লিঙ্ক 

ক্লিক করো 

https://bit.ly/3wpcFmQ


আবার পুরনো পরীক্ষা ব্যবস্থায় ফিরে আসা।

 

দরজায় কড়া নাড়ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা......

 

অনলাইনে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের টিপস দেবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়  অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য,

সঙ্গে থাকছেন উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম ডিপিআই মাননীয় . পার্থ কর্মকার এবং মাননীয়া মনোবিদ . রাখি রায়।

 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে পরীক্ষার্থীদের জন্য অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।  

স্বাগত ভাষণ দেবেন স্বয়ং উপাচার্য মহাশয়  

 

 

সকলে অবশ্যই যোগ দিও......


 

 

ধন্যবাদ


৮টি মন্তব্য:

  1. আগামী রবিবার সন্ধ্যা ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান।

    উত্তরমুছুন
  2. The program will start Sunday at 8 PM. Council president will remain present this webinar.

    উত্তরমুছুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...