শনিবার, ৯ এপ্রিল, ২০২২

বিজ্ঞানের দিশারী অনুষ্ঠানে আপনার স্কুলকে আমন্ত্রণ

 




ভবিষ্যতের সাফল্যের বীজ যেমন থাকে বর্তমানের মধ্যে, তেমনি অতীতের সাফল্য ছাড়াও বর্তমান সুরক্ষিত হতে পারে না। 

তাই বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি, তার প্রধান কারণ লুকিয়ে রয়েছে অতীতে বহু মানুষের নিরলস প্রচেষ্টায়।  অতীতে  বিজ্ঞানের ক্ষেত্রে যাঁরা অনন্য কীর্তির অধিকারী তাঁদেরই মাত্র  কয়েকজনকে স্মরণ করতে উদ্যোগী হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট এর স্কুল কানেক্ট বিভাগ। ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে ওই সমস্ত বিজ্ঞানীদের জন্মদিন পালনের জন্য গত বছর থেকেই অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানের দিশারী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে পড়ুয়াদের মধ্যে গবেষণা করার দক্ষতা তৈরী হচ্ছে। 

আগামী ১৫ এপ্রিল বিকাল ৫ টা থেকে অনলাইনে উদযাপিত হবে বিশিষ্ট বিজ্ঞানী ও চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির  জন্মদিবস। 


অনলাইনে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেখানে অংশগ্রহণ করে। তাদের সঙ্গে থাকতে পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যে  শিক্ষা মহলে যথেষ্ট সাড়া ফেলেছে এই অনুষ্ঠান। 


প্রেজেন্টেশনের মাধ্যমে বা বক্তব্যের মধ্যে দিয়ে  ওই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরে পড়ুয়ারা। আলোচনা হয় তাঁদের জীবন এবং নানা কাজ নিয়ে। কর্মের মাধ্যমেই যে জীবনের সার্থকতা সেটা আরও একবার তুলে ধরা হবে।


আমাদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ উক্ত অনুষ্ঠানে আপনার স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণ করিয়ে আমাদের সকলের ঐকান্তিক প্ৰচেষ্টাকে সাফল্যমন্ডিত করুন।

স্কুল কানেক্ট বিভাগের সদস্যের সঙ্গে যোগাযোগ করুন।  

ফোন করুন : ০৩৩-২৯৯৯ ১৫৩৪ 

প্রধান ক্যাম্পাস: হরিণঘাটা, নদিয়া 

বিবেকানন্দ হল, স্কুল কানেক্ট বিভাগ 


ধন্যবাদ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...