সোমবার, ১১ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২

 

কলকাতা বইমেলায় ছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন করছেন ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় 


যথারীতি এবছরও কলকাতা বইমেলায় ছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টল। ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এই স্টলের উদ্বোধন করেন ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকাউটের নিবন্ধক . পার্থপ্রতিম লাহিড়ী , বিত্ত আধিকারিক .অত্রি ভৌমিক সহ অনেকেই।

১৪ দিন ধরেই বই মেলার এই স্টলে স্কুল স্তরের প্রচুর শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবকেরা আগ্রহের সঙ্গে প্রতিদিন হাজির হন। সংগ্ৰহ করেন ম্যাকাউটে পঠনপাঠন সংক্রান্ত বিবিধ তথ্য।






প্রতিদিন ছিল নানা ধরনের অনুষ্ঠান। শিক্ষক সম্বর্ধনা, ক্যুইজ প্রতিযোগিতা , নানা বই উদ্বোধন বিভিন্ন শিক্ষাবিদদের মূল্যবান বক্তব্য, স্কুল ছাত্রছাত্রীদের আবৃত্তি এবং নানা প্রতিযোগিতার পুরস্কার প্রদান।   

 











ম্যাকাউটের স্টল পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয়া শিক্ষামন্ত্রী দীপু মণি মহাশয়া। 




 












বিভিন্ন দিনে আইটি এবং স্ট্যাটসিস্টিক বিভাগ থেকে পড়ুয়াদের লেখা নানা বই উদ্বোধন করা হয়।ওই সমস্ত দিনগুলিতে উপস্থিত ছিলেন ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়আইটি বিভাগের প্রধান সোমদত্তা চক্রবর্তী মহাশয়া এবং স্কুল অব ন্যাচারাল এন্ড স্কুলের

 ডিরেক্টর অধ্যাপক সুখেন্দু সমাজদার মহাশয়। 

 সারা বছর ধরে চলা স্কুল কানেক্ট ডিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের সম্বর্ধনা দেওয়া হয়।  পাশাপাশি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ম্যাকাউটের সেতু বন্ধন প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের কুর্নিশ জানানো হয়।  রাজ্যের বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সম্পাদক তাপস মুখোপাধ্যায় , যুগ্ম ডিপিআই . পার্থ কর্মকর সহ অনেকে।











'বন্ধু ' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মনীষা চক্রবর্তী মাযার লেখা এই সুন্দর এবং উপযোগী বই এর উদ্বোধন হয় এই স্টল থেকেই।  মাননীয় উপাচার্য মহাশয় স্বয়ং এই বইটির উদ্বোধন করেন।  

 












বই পড়ার অভিজ্ঞতা , কোডিং, এনিমেশন সহ বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং সেরার স্থান পায় তাদের পুরষ্কার দেওয়া হয়। বিভিন্ন দিনের সনুঠানে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপিকা অনুরাধা মুখোপাধ্যায় , এনিউজেএস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিমাইকান্তি চক্রবর্তী, ডাইরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর বিদিশা মুখার্জী মহাশয়া।    

 

শেষ দিনে ১৩ মার্চ ফরেনসিক বিভাগের সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলার অনুষ্ঠান শেষ হয়.  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...