মোবাইল ফোনের অপব্যবহার রুখতে প্রচারে পড়ুয়ারা
আয়োজক- স্কুল কানেক্ট বিভাগ , ম্যাকাউট, পশ্চিমবঙ্গ
মোবাইলের ওপরে আমরা ক্রমশই নির্ভরশীল হয়ে পড়ছি। এটা সত্য।
বিভিন্ন ক্ষেত্রে মোবাইল আমাদের সাহায্য করে। বহুদূরে থাকা প্রিয়জনদের আমরা কাছে পেয়েছি এই মোবাইল ফোনের মাধ্যমে।
কিন্তু এই মোবাইল ফোনের সঠিক ব্যবহার যেমন আমাদের আরও উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করে তেমনই মোবাইলের অপব্যবহার আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে। তাই সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে। সচেতন হওয়ার পাশাপাশি আশপাশের সকলকে সচেতন করতে হবে।
সেই উদ্দেশে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ মোবাইল-এর সঠিক ব্যবহারের প্রচার শুরু করছে। আর এক্ষেত্রে সঙ্গী হচ্ছে পড়ুয়ারাই। তারাই নিজেদের সচেতন যেমন করবে তেমনই অন্তত দশ জনকে এই বিষয়ে সচেতন করার কাজ চালাবে। ম্যাকাউটের তরফ থেকে তাদের এই বিষয়ে শংসাপত্র দেওয়া হবে।
পড়ুয়াদের কী কী করতে হবে ?
১. নিজে কী কী ভাবে মোবাইলের অপব্যবহার করে নিজে থেকেই তার তালিকে তৈরী করবে। অর্থাৎ এ ক্ষেত্রে নিজের ভুল নিজেকেই চিনতে হবে।
২. বেশ কয়েক দিন সেগুলি থেকে নিজেকে দূরে সরাতে হবে।
৩. মোবাইলের অপব্যবহার রুখতে নিজে কী কী পদক্ষেপ করল সেটাও লিখে রাখতে হবে।
৪. একই ভাবে অন্তত ১০ জনকে মোবাইলের অপব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে. তাদেরও একই উপায়ে এই অপব্যবহার থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিতে হবে।
৫. ম্যাকাউট আয়োজিত অনলাইন অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। কী ভাবে নিজেকে এবং অপরকে মোবাইলের অপব্যবহার থেকে বাঁচানো যায় সেটাও বলতে হবে।
ছবিগুলি Wikipedia থেকে নেওয়া হয়েছে...
যোগাযোগ
ঃ ০৩৩-২৯৯৯-১৫৩৪
সকাল ১০.৩০
মিনিট থেকে বিকাল ৫.১৫ মিনিট পর্যন্ত (ছুটির দিন ছাড়া)
হরিণঘাটা
, নদিয়া
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন