রবিবার, ১২ জুলাই, ২০২০

সরাসরি উপাচার্য

সরাসরি  উপাচার্য

 

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র 


ভবিষ্যৎ নিয়ে সংশয় ?

কোন কোর্স নিয়ে পড়লে আগামী দিনের চলার পথ মসৃণ হবে? 

শিল্পোদ্যোগী হতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে কী ভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে ?

 একেবারে সরাসরি পরামর্শ পেতে পারেন পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের থেকে। 

 


আগামী মঙ্গলবার, ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় পড়ুয়া, তাঁদের অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে যে কেউ অংশ নিতে পারেন অনলাইন আলোচনায়। যেখানে সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে। অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলা ওয়ার্ল্ডওয়াইড। 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য মহাশয় সমস্ত ক্ষেত্রে সরাসরি মুখোমুখি হওয়ার পক্ষে। তিনি সবসময়ই পড়ুয়া অভিভাবকদের সম্মুখীন হয়ে তাঁদের সাহায্য করতে চান। বর্তমান পরিস্থিতিতে অনলাইন মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করবেন বিশিষ্ট সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি স্নেহাশিস শূর। 

লিংক নিচে দেওয়া হল, এখানে আগামী মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় ক্লিক করলেই অনুষ্ঠানটি দেখা যাবে, সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে       

    https://live.swecha.org/banglaworldwide


শনিবার, ১১ জুলাই, ২০২০

ম্যাকাউট কর্মচারিদের কর্মদক্ষতা আরও প্রগতির পথে

ম্যাকাউট কর্মচারিদের কর্মদক্ষতা

 আরও প্রগতির পথে

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট ) 


সময় বদলাচ্ছে , দ্রুত বদলে যাচ্ছে পরিস্থিতি। তার সঙ্গেই পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে অফিসের কর্ম সংস্কৃতির।

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট ) সব সময়ই পরিবর্তন আধুনিকতায় বিশ্বাসী। তবে সেটা শুধু কথাটা নয়, কাজেও। আর সে কারণেই সময়ের সঙ্গে পাল্লা দিতে এবং প্রশাসনিক সমস্ত কাজকে আরও মসৃণ করতে নিজের কর্মচারিদের কম্পিউটার পরিচালনায় আরও উন্নত করতে পদক্ষেপ করল ম্যাকাউট।


এই বিশ্ববিদ্যালয়ে সমস্ত কর্মচারিকে কম্পিউটার এর খুঁটিনাটি সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু  করেছে আইকিউএসি বিভাগ। জুলাই থেকে অনলাইনে এই প্রশিক্ষন শুরু হয়েছে। চলবে কয়েক সপ্তাহ। এই অনলাইন প্রশিক্ষণ শিবিরে পঞ্চাশোর্ধ কর্মচারিরাও ধৈর্য ধরে সেই প্রশিক্ষণ নিচ্ছেন এবং শিক্ষকের দেওয়া বাড়ির কাজ হাতে কলমে বাধ্য ছাত্রছাত্রীর মত সম্পূর্ণ করে জমাও দিচ্ছেন। প্রশিক্ষণের যে নির্দিষ্ট সীমা বা বয়স নেই সেটা আবার প্রমাণ করে দিলেন ম্যাকাউটের সকল কর্মচারিরা।

প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে কাজের চরিত্রের আমূল বদল হয়েছে। অনলাইন প্রযুক্তির ব্যবহার বেড়ে গিয়েছে কয়েকগুণ। তাই গোটা অনলাইন প্রযুক্তিকে একেবারে হাতের মুঠোয় নিতেই বদ্ধপরিকর কর্মচারিরা। ম্যাকাউট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি সকল তাঁরাও। কম্পিউটার বা মোবাইল ফোনের ওপারে প্রশিক্ষক প্রীতিময় সান্যাল, সুমনা চক্রবর্তী এবং শুভাশিস সেনগুপ্ত- প্রতিটি ক্লাস আনন্দের সঙ্গে উপভোগ করছেন সকলেই।

ম্যাকাউটের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন 

https://makautwb.ac.in

তাই পরিশেষে বলা যায়, ম্যাকাউট কর্তৃপক্ষ এবং তাঁর কর্মচারিরা সকলেই নিজেদের সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে পারদর্শী। আর এই পারদর্শী হতে গেলে যে মনের ইচ্ছার প্রয়োজন, সেটা তাঁরা সকলেই সযত্নে নিজের মধ্যে লালন পালন করেন।

ধন্যবাদ   

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...