রবিবার, ১২ জুলাই, ২০২০

সরাসরি উপাচার্য

সরাসরি  উপাচার্য

 

 

মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র 


ভবিষ্যৎ নিয়ে সংশয় ?

কোন কোর্স নিয়ে পড়লে আগামী দিনের চলার পথ মসৃণ হবে? 

শিল্পোদ্যোগী হতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে কী ভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে ?

 একেবারে সরাসরি পরামর্শ পেতে পারেন পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের থেকে। 

 


আগামী মঙ্গলবার, ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় পড়ুয়া, তাঁদের অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে যে কেউ অংশ নিতে পারেন অনলাইন আলোচনায়। যেখানে সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে। অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলা ওয়ার্ল্ডওয়াইড। 

ম্যাকাউটের মাননীয় উপাচার্য মহাশয় সমস্ত ক্ষেত্রে সরাসরি মুখোমুখি হওয়ার পক্ষে। তিনি সবসময়ই পড়ুয়া অভিভাবকদের সম্মুখীন হয়ে তাঁদের সাহায্য করতে চান। বর্তমান পরিস্থিতিতে অনলাইন মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করবেন বিশিষ্ট সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি স্নেহাশিস শূর। 

লিংক নিচে দেওয়া হল, এখানে আগামী মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় ক্লিক করলেই অনুষ্ঠানটি দেখা যাবে, সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে       

    https://live.swecha.org/banglaworldwide


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...