নতুন বছরের বার্তা, ২০২২
অধ্যাপক সৈকত মৈত্র
মাননীয় উপাচার্য মহাশয়
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গ
সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরে নব উদ্যমে সামাজিক উন্নতির কাজে আমরা যেন
আগের থেকে আরও বেশি ব্রতী হতে পারি সেই কামনা রইল।
তবে
এই কাজের জন্য আমাদের নিজেদেরও ভাল রাখা প্রয়োজন। তবেই দেশ ও সমাজকে ভাল রাখতে পারব। আর নিজে ভাল থাকা মানে শারীরিক এবং মানসিক দুই ভাবেই
সুস্থ থাকা।
ছাত্রছাত্রীদের
উদ্দেশে বলি,আমাদের প্রত্যেকের জীবনে সব সময়ই নতুন নতুন অভিজ্ঞতা হয়। আমাদের মন নানা
পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হয়। প্রতিটি পরিস্থিতি থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে
হবে।
এর
জন্য বেশ কয়েকটি আবশ্যিক কর্তব্য পালন করা উচিত। তবেই নিজের উন্নতি এবং দেশের উন্নতি সম্ভব।
প্রথমত,
নিজের মনকে সব সময় সমস্যা সমাধানের জন্য প্রস্তুত রাখতে হবে। পঠনপাঠন এবং জীবনের সমস্ত
ক্ষেত্রে চরিত্রের এই বিশেষ দিকটি বাড়তি সাহায্য করবে এবং উৎসাহ প্রদান করবে।
দ্বিতীয়ত,
বৌদ্ধিক এবং আত্মিক বিকাশ জরুরি। সে দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে। যত বেশি ভাল
বই পড়বে ততই নিজের বিকাশ হবে, তাই জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং বৌদ্ধিক বিকাশের জন্য
বই পড়ার অভ্যাস আরও বাড়িয়ে তোলো। বিভিন্ন মনীষীদের বাণী গুলি পড়ে নিজেদের চরিত্রে তার
প্রতিফলন ঘটাও।
নিজেকে
শান্ত রাখো তাহলে দেখবে মন ও বুদ্ধি দুইই ভাল থাকবে। মোবাইলের অপব্যবহার প্রতিহত করতে
হবে। সমস্ত সম্পর্ককে সম্মান প্রদর্শন করা
আমাদের সকলের প্রধান কর্তব্য।
সর্বোপরি
এটাই আবেদন সকলে সাবধানে থাকবেন। কোভিড থেকে নিজেদের এবং পরিবারকে বাঁচিয়ে রাখুন। শিক্ষক
-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সহ সকলকে অনেক শুভেচ্ছা জানাই।
সকলে
ভাল থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ..
--------------------------------------------