শনিবার, ২২ অক্টোবর, ২০২২

প্রশিক্ষিত এবং পেশার যোগ্য ছাত্রছাত্রী তৈরি করতে উদ্যোগী ম্যাকাউটের সিসিপিটিআর

 

প্রশিক্ষিত এবং পেশার যোগ্য ছাত্রছাত্রী

তৈরি করতে উদ্যোগী ম্যাকাউটের সিসিপিটিআর



'
সেন্ট্রার ফর কোল্যাবরেটিভ প্রোগ্রামস , ট্রেনিং এন্ড রিসার্চ ' (সিসিপিটিআর) -এর এক অনুষ্ঠানে


পেশার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রীদের আরও দক্ষ করে তোলা এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই কাজকে ত্বরান্বিত করতে উদ্যোগী হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট।  



সম্প্রতি সল্টলেকের জেড সিসি তে  ম্যাকাউটের 'সেন্ট্রার ফর কোল্যাবরেটিভ প্রোগ্রামস , ট্রেনিং এন্ড রিসার্চ ' (সিসিপিটিআর) -এর এক অনুষ্ঠানে ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয় বলেন , " পেশার সুযোগ যেরকম রয়েছে সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর সে উদ্দেশে ম্যাকাউট এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে অগ্রসর হয়েছে। সিসিপিটিআর সারা বছর ধরে সেই কাজ চালিয়ে যাবে। এর ফলে উপকৃত হবে সমস্ত ছাত্রছাত্রী।



পরীক্ষা  নিয়ামক শুভাশিস দত্ত মহাশয়













দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়া। মূলত নবীন পড়ুয়াদের স্বাগত জানানো এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছিল সিসিপিটিআর। মাননীয় উপাচার্য মহাশয় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ম্যাকাউটের নিবন্ধক . পার্থপ্রতিম লাহিড়ী মহাশয় , পরীক্ষা  নিয়ামক . শুভাশিস দত্ত মহাশয় , বিত্ত আধিকারিক . অত্রি ভৌমিক মহাশয় , সিসিপিটিআর এর কর্মকর্তা , সদস্যম্যাকাউটের অফিসার  এবং প্রায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও পদাধিকারীরা। প্রত্যেকেই এই সেন্টারের অগ্রগতির মাধ্যমে পেশার জগতে উন্নত এবং প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের যোগদানের বিষয়ে আশাপ্রকাশ করেন।  



এই সেন্টারের প্রধান লক্ষ্যই হল সামাজিক এবং শিল্প চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আধুনিক শিক্ষা প্রদান।       

তাই প্রত্যেকের আশা এর ফলে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সিসিপিটিআর -এর হাত ধরে তৈরি হবে উন্নত মানবসম্পদ।   


ধন্যবাদ





মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

পোস্টার ড্রয়িং প্রতিযোগিতা , ২০২২ ম্যাকাউট আউটরিচ বিভাগ




পোস্টার ড্রয়িং প্রতিযোগিতা , ২০২২


ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

 

ড্রাগের নেশা সর্বনাশা। .

 পড়ুয়াদের মধ্যে তার সচেতনতা বৃদ্ধি এবং নিজের মধ্যে থাকা শিল্পের মাধ্যমে এই নেশার বিরুদ্ধে সোচ্চার হতে ম্যাকাউট আউটরিচ বিভাগ আয়োজন করেছে পোস্টার ড্রয়িং প্রতিযোগিতার।  আগামী ১০ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ (ম্যাকাউট) - এর হরিণঘাটা ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হবে।  যে কোন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং যে কোন প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা করছেন  এমন  পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। 

 

বিস্তারিত তথ্য নিচে দেওয়া রয়েছে : তারপরেও কোনও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ০৩৩ ২৯৯৯ ১৫৩৪ অথবা ৮১৫৮৮৬১৬১০ নম্বরে। সরাসরি দেখা করতে পারেন ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাস আউটরিচ ডিভিশনে (স্বামী বিবেকানন্দ হল). 

 

 

1. প্রতিযোগিতার নাম- 'প্রকৃতির মাঝে পোস্টার আঁকুন'

2. স্থান: ম্যাকাউট হরিণঘাটা ক্যাম্পাস, নদিয়া। ৭৪১২৪৯।

3. রেজিস্ট্রেশনের শেষ তারিখ: নভেম্বর, ২০২২

4. এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করুন 

https://forms.gle/2q2YE6QFy48ehG1N8


5. প্রতিযোগিতার তারিখ: ১০ নভেম্বর, ২০২২ ।

6. সময়: বেলা ১২ টা থেকে দুপুর ২টো। 

7. রিপোর্টিং সময়: প্রার্থীদের অবশ্যই ১০ নভেম্বর, ২০২২ সকাল ৯.৩০ থেকে বেলা ১১.৩০ এর মধ্যে ম্যাকাউট এর অডিটোরিয়ামে রিপোর্ট করতে হবে।

8. সকাল ১১.৩০ এর পরে আর কোন প্রার্থীকে প্রতিযোগিতায় বসার অনুমতি দেওয়া হবে না। 

9. গ্রুপ:  স্নাতকের জন্য গ্রুপ

 

                           স্নাতকোত্তর এবং গবেষণা করছেন  এমন  পড়ুয়ার জন্য গ্রুপ বি।

 

10. অঙ্কনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রতিযোগীদের সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র অঙ্কন 'শিট' সরবরাহ করবে।

11. প্রতিযোগীরা যেকোনো রং, পেন্সিল, কলম ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

12. প্রতিযোগীরা শিটে কোনো ধরনের কাগজ বা কারুশিল্পের উপকরণ পেস্ট করতে পারবে না। কোনও রকমের পেস্ট প্রত্যাখ্যান করা হবে. শুধুমাত্র অঙ্কন গ্রহণ করা হবে.

13. রিপোর্ট করার সময় পড়ুয়াদের অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি, কলেজ/বিশ্ববিদ্যালয়/রিসার্চ স্কলারের পরিচয় প্রমাণের ফটোকপি জমা দিতে হবে।

14. ছবি আঁকার সময় প্রতিযোগীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। অন্যথায় তাঁদের অঙ্কন বাতিল করা হবে।

15. প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতার দিনেই অংশগ্রহণের শংসাপত্র দেওয়া হবে।

16. পোস্টার আঁকার বিচার (ফলাফল) একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা চূড়ান্ত করা হবে। প্যানেল প্রতিটি গ্রুপ থেকে জন সেরা প্রার্থী নির্বাচন করবে (মোট ১০ জন)

17. নির্বাচিত ১০ টি পোস্টার ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে৷

18. প্রতিযোগিতার ফলাফল বিশ্ববিদ্যালয়ের সাইটে, পরে ঘোষণা করা হবে।



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ 



মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

কুইজ প্রতিযোগিতা , আয়োজক : ম্যাকাউট আউটরিচ বিভাগ

 



কুইজ প্রতিযোগিতা

আয়োজক :  ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

বাড়িতে বসেই যোগ দাও রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতায়  .

স্কুলের পড়ুয়াদের জন্য অনলাইনের রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করল মৌলানা আবুল কালাম আজাদ  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আউটরিচ বিভাগ। 

 

কুইজের নিয়মাবলী :

 

. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।  গ্ৰুপ (ষষ্ঠ থেকে অষ্টম ),  গ্রুপ বি (নবম এবং দশম ), গ্ৰুপ সি (একাদশ এবং দ্বাদশ )

. প্রশ্নের উত্তর দিতে পারবে বাংলা, ইংরেজি অথবা হিন্দিতে।

. প্রত্যেককে নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে কুইজে অংশ নিতে হবে।  

. অনলাইনে প্রতিযোযোগিতা চলার সময়ে মোবাইল ফোন বা নেটওয়ার্ক খারাপ থাকলে তার দায় ম্যাকাউটের থাকবে না।

. কুইজ শুরু আগে সকলকে সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে।

. নিচে থাকা লিঙ্কে নিজের নাম রেজিস্ট্রেশন করাও ৩১ অক্টোবরের মধ্যে।  


 

https://forms.gle/gteq2qJvPBRKgE9A6

 



 


মৌলানা আবুল কালাম আজাদ  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কোনও প্রশ্ন থাকলে ফোন করতে পারো ০৩৩ ২৯৯৯-১৫৩৪/ ৮১৫৮৮৬১৬১০

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...