মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

পোস্টার ড্রয়িং প্রতিযোগিতা , ২০২২ ম্যাকাউট আউটরিচ বিভাগ




পোস্টার ড্রয়িং প্রতিযোগিতা , ২০২২


ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

 

ড্রাগের নেশা সর্বনাশা। .

 পড়ুয়াদের মধ্যে তার সচেতনতা বৃদ্ধি এবং নিজের মধ্যে থাকা শিল্পের মাধ্যমে এই নেশার বিরুদ্ধে সোচ্চার হতে ম্যাকাউট আউটরিচ বিভাগ আয়োজন করেছে পোস্টার ড্রয়িং প্রতিযোগিতার।  আগামী ১০ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ (ম্যাকাউট) - এর হরিণঘাটা ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হবে।  যে কোন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং যে কোন প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা করছেন  এমন  পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। 

 

বিস্তারিত তথ্য নিচে দেওয়া রয়েছে : তারপরেও কোনও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ০৩৩ ২৯৯৯ ১৫৩৪ অথবা ৮১৫৮৮৬১৬১০ নম্বরে। সরাসরি দেখা করতে পারেন ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাস আউটরিচ ডিভিশনে (স্বামী বিবেকানন্দ হল). 

 

 

1. প্রতিযোগিতার নাম- 'প্রকৃতির মাঝে পোস্টার আঁকুন'

2. স্থান: ম্যাকাউট হরিণঘাটা ক্যাম্পাস, নদিয়া। ৭৪১২৪৯।

3. রেজিস্ট্রেশনের শেষ তারিখ: নভেম্বর, ২০২২

4. এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করুন 

https://forms.gle/2q2YE6QFy48ehG1N8


5. প্রতিযোগিতার তারিখ: ১০ নভেম্বর, ২০২২ ।

6. সময়: বেলা ১২ টা থেকে দুপুর ২টো। 

7. রিপোর্টিং সময়: প্রার্থীদের অবশ্যই ১০ নভেম্বর, ২০২২ সকাল ৯.৩০ থেকে বেলা ১১.৩০ এর মধ্যে ম্যাকাউট এর অডিটোরিয়ামে রিপোর্ট করতে হবে।

8. সকাল ১১.৩০ এর পরে আর কোন প্রার্থীকে প্রতিযোগিতায় বসার অনুমতি দেওয়া হবে না। 

9. গ্রুপ:  স্নাতকের জন্য গ্রুপ

 

                           স্নাতকোত্তর এবং গবেষণা করছেন  এমন  পড়ুয়ার জন্য গ্রুপ বি।

 

10. অঙ্কনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রতিযোগীদের সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র অঙ্কন 'শিট' সরবরাহ করবে।

11. প্রতিযোগীরা যেকোনো রং, পেন্সিল, কলম ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

12. প্রতিযোগীরা শিটে কোনো ধরনের কাগজ বা কারুশিল্পের উপকরণ পেস্ট করতে পারবে না। কোনও রকমের পেস্ট প্রত্যাখ্যান করা হবে. শুধুমাত্র অঙ্কন গ্রহণ করা হবে.

13. রিপোর্ট করার সময় পড়ুয়াদের অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি, কলেজ/বিশ্ববিদ্যালয়/রিসার্চ স্কলারের পরিচয় প্রমাণের ফটোকপি জমা দিতে হবে।

14. ছবি আঁকার সময় প্রতিযোগীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। অন্যথায় তাঁদের অঙ্কন বাতিল করা হবে।

15. প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতার দিনেই অংশগ্রহণের শংসাপত্র দেওয়া হবে।

16. পোস্টার আঁকার বিচার (ফলাফল) একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা চূড়ান্ত করা হবে। প্যানেল প্রতিটি গ্রুপ থেকে জন সেরা প্রার্থী নির্বাচন করবে (মোট ১০ জন)

17. নির্বাচিত ১০ টি পোস্টার ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে৷

18. প্রতিযোগিতার ফলাফল বিশ্ববিদ্যালয়ের সাইটে, পরে ঘোষণা করা হবে।



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ 



মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

কুইজ প্রতিযোগিতা , আয়োজক : ম্যাকাউট আউটরিচ বিভাগ

 



কুইজ প্রতিযোগিতা

আয়োজক :  ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

বাড়িতে বসেই যোগ দাও রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতায়  .

স্কুলের পড়ুয়াদের জন্য অনলাইনের রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করল মৌলানা আবুল কালাম আজাদ  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আউটরিচ বিভাগ। 

 

কুইজের নিয়মাবলী :

 

. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।  গ্ৰুপ (ষষ্ঠ থেকে অষ্টম ),  গ্রুপ বি (নবম এবং দশম ), গ্ৰুপ সি (একাদশ এবং দ্বাদশ )

. প্রশ্নের উত্তর দিতে পারবে বাংলা, ইংরেজি অথবা হিন্দিতে।

. প্রত্যেককে নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে কুইজে অংশ নিতে হবে।  

. অনলাইনে প্রতিযোযোগিতা চলার সময়ে মোবাইল ফোন বা নেটওয়ার্ক খারাপ থাকলে তার দায় ম্যাকাউটের থাকবে না।

. কুইজ শুরু আগে সকলকে সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে।

. নিচে থাকা লিঙ্কে নিজের নাম রেজিস্ট্রেশন করাও ৩১ অক্টোবরের মধ্যে।  


 

https://forms.gle/gteq2qJvPBRKgE9A6

 



 


মৌলানা আবুল কালাম আজাদ  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কোনও প্রশ্ন থাকলে ফোন করতে পারো ০৩৩ ২৯৯৯-১৫৩৪/ ৮১৫৮৮৬১৬১০

প্রবন্ধ প্রতিযোগিতা, আয়োজক : ম্যাকাউট আউটরিচ বিভাগ


 


 

প্রবন্ধ প্রতিযোগিতা

আয়োজক : ম্যাকাউট আউটরিচ বিভাগ


নিজের চিন্তাভাবনাকে প্রকাশ করো খাতায় কলমে।

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে রাজ্যব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতা শুরু করল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  আউটরিচ বিভাগ। এটা শুধুই প্রবন্ধ প্রতিযোগিতা নয় , বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কী ভাবছ ? সাম্প্রতিক যে সমস্ত বিষয় নিয়ে সর্বত্র চর্চা চলছে সেই বিষয়ে তোমাদের মতামত জানতে চায় ম্যাকাউটের আউটরিচ বিভাগ। তাই ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

প্রতিযোগিতার নিয়মাবলী :    

 

. আগামী নভেম্বর, ২০২২ এর মধ্যে নিজের লেখা প্রবন্ধ পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে অথবা ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে 'ম্যাকাউট  আউটরিচ বিভাগ' ( বয়েজ কমন রুমের বিপরীতে স্বামী বিবেকানন্দ হল ) এর অফিসেও সরাসরি প্রবন্ধের কপি (হার্ড কপি) জমা দিতে পারো।

.  তবে নিচে উল্লেখ করে দেওয়া তিনটি বিষয়ের যে কোনও একটি বিষয়েই ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে।

. ইংরেজি অথবা বাংলায় লিখতে হবে।   

 

 

প্রবন্ধের বিষয় : (যে কোনও একটি বিষয়েই ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে)

1.     Social Media and its Impact.

2.     Climate Changes and Crisis.

3.     Geopolitical Tensions.

 

অনলাইনে এই লিঙ্কে পিডিএফ ফাইল আপলোড করতে পারো। 


https://forms.gle/yf6m89W6UkH5Qtq96

 

এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে ফোন করতে পারো ০৩৩-২৯৯৯ ১৫৩৪ অথবা ৮১৫৮৮৬১৬১০ নম্বরে 




মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ২০২২, ম্যাকাউট আউটরিচ বিভাগ

 

ফটোগ্রাফি প্রতিযোগিতা, ২০২২


 আয়োজক: ম্যাকাউট আউটরিচ বিভাগ 




ছাত্রছাত্রীরা পুজোয় ঘুরতে বের হবে, অথচ সেগুলিকে ক্যামেরা বন্দি করবে না সেটা হতেই পারে না। শুধু পুজো প্যান্ডেল বা প্রতিমার ছবি নয়, ছবির যেন  থাকে নিজস্ব ভাষা।  ফটোগ্রাফির যে শৈলী সেটি যেন ছবিতে প্রকাশ পায়।  আর সেই ছবি শুধু সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে। এভাবেই খুব সহজে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে স্কুলের একাদশ দ্বাদশ থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের যে কোনও পড়ুয়া।

https://forms.gle/sQh2C7U245YFKFiZ9

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে ম্যাকাউট আউটরিচ বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশগ্রহণ করো আর জিতে নাও পুরস্কার।

 প্রতিযোগিতার থিম দুর্গা পুজো। 

লিঙ্কে ছবি আপলোডের শেষ তারিখ ১৫  অক্টোবর , ২০২২। 

যে কোনও প্রশ্ন থাকলে ফোন করতে পারেন 

০৩৩ ২৯৯৯ ১৫৩৪/ ৮১৫৮৮৬১৬১০


ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...