সমাজকে দিশা দেখাতে, মাকাউট
শুরু করছে ‘Entrepreneurship
Portal'
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র মহাশয় |
পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একাংশ |
'শিল্পোদ্যোগী'।
ইংরেজিতে 'Entrepreneurship.'
শব্দটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত।
কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে এই শব্দটির গুরুত্ব যেন বেড়ে গিয়েছে অনেকটা। আমরা উপলব্ধি
করতে পারছি অনেক বিপদের সময় আমাদের বাঁচিয়ে দিতে পারে যে কোনো ধরনের শিল্পোদ্যোগ। অর্থাৎ
ছোট ছোট সব ধরনের শিল্পই আমাদের অর্থনৈতিক ভাবে বাঁচিয়ে দিতে পারে। শুধু তাই নয়, মৌলানা
আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট), ডব্লিউবি -র উপাচার্য মাননীয় অধ্যাপক
ড. সৈকত মৈত্র বলেন, একটি শিল্পোদ্যোগ এক সঙ্গে অনেকগুলি পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে
সাহায্য করে। কিন্তু এর জন্য চাই সঠিক পরামর্শ র একটু সাহায্যের হাত। মাকাউট যেহেতু
শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত থাকে না, তাই এবারে সকলের জন্য বিশেষ 'শিল্পোদ্যোগী পোর্টাল
' বা 'Entrepreneurship Portal' তৈরী করতে শুরু করেছে মাকাউট।
গত ২৩ এপ্রিল
এক অনলাইন সভায় এ কথা জানান মাননীয় উপাচার্য মহাশয়। কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তৈরী হয়েছে
একটি কমিটিও।
সেই কমিটি
এই পোর্টাল তৈরিতে ব্যস্ত রয়েছেন।
কি থাকবে
ওই পোর্টালে?
ওই কমিটির এক সদস্য জানান, এই পোর্টাল
আদতে একটি পাঠাগারের মত। অর্থাৎ যেখানে এক
লহমায় শিল্পোদ্যোগী সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন উদ্যোক্তারা। তারা জেনে নিতে পারবেন সমস্ত শিল্পদ্যগের খুঁটিনাটি।
সেখানে থাকবে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে সফল হয় মানুষদের গল্প। যা থেকে শুধু অনুপ্রানিত
হওয়া নয়, আগামী দিনের রাস্তা চলার জন্য উপযুক্ত দিক নির্দেশ পেতে পারেন তারা। মাননীয়
উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র জানান, যে খুব
শিগগিরই এই পোর্টাল তৈরি হবে, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত উদ্যোগী কার্যক্রম
প্রদর্শন করা হবে। তার পাশাপাশি, উদ্যোক্তাদের সাফল্যের গল্প, স্টার্ট-আপ ক্রিয়াকলাপগুলির
লিঙ্ক, আগত ওয়েবিনার, ব্লগ পোস্ট করা ইত্যাদি এই পোর্টালটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
লিঙ্ক করা হবে। তিনি আরও জানান, মাইক্রো উদ্যোক্তারা তাদের বাড়ি থেকে কাজ করতে এবং
ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন। এই মডেলটি অনুসরণ করে জাপান চূড়ান্তভাবে সফল হয়েছে।
পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের একাংশ |
পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের একাংশ |
এ জাতীয়
উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বারা হরিণঘাটা অঞ্চল ও অন্যান্য জায়গাগুলিতে এবং
আশেপাশে সাধারণ সুবিধামত কেন্দ্রগুলি তৈরি করা হবে।
অদূর ভবিষ্যতে অনেক পণ্য এবং পরিষেবাদির বাজার নতুন
করে তৈরী হবে।
স্যানিটাইজার
উৎপাদন
বাড়ির তৈরি
সাবান
প্রাকৃতিক
স্বাস্থ্যসেবা পণ্য
পরিষ্কারের
এজেন্টস
বাড়ির তৈরি
কুকিজ
খাবারের জিনিসপত্র
ইত্যাদি
আইটি ভিত্তিক পরিষেবা (ক্লাউডের মাধ্যমে)
অ্যাপ ভিত্তিক
পরিষেবাগুলিরও চাহিদা থাকবে।
উদীয়মান
উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং তাদের পণ্য বিপণনে সহায়তা করার জন্য মাকাউট প্রতিশ্রুতিবদ্ধ।
মাকাউট গোটা সমাজকে এবং শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন